জলঢাকা পৌর নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী বাবলু
- Update Time : ০৫:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / 181
মশিয়ার রহমান ,নীলফামারী জেলা প্রতিনিধি:
৩য় ধাপে নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নারিকেল গাছ প্রতীক নিয়ে ১৪ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ হোসেন বাবলু।
.
তিনি আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে জলঢাকা পৌর নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (ধানের শীষ) পেয়েছেন ১০ হাজার ৬০৮ ভোট।
.
এ ছাড়া আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: মোহসীন নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭৬৫, জাপার প্রার্থী আফরোজা পারভীন লাঙ্গল প্রতীক ৪২, স্বতন্ত্র প্রার্থী সাবিনা আকতার মোবাইল ফোন প্রতীক ১২২ এবং জিয়াউর রহমান (জিয়া) চৌধুরী জগ প্রতীক ৫৮৫ ভোট পেয়েছেন।
.
কে হবে নীলফামারী জলঢাকার পৌর পিতা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৩০শে জানুয়ারী ভোট গ্রহণের মধ্যেমে বাবলু মেয়র হিসাবে নির্বাচিত হন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১৫ টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
.
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উল্লেখ্য, পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৬ শত ৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৯ শত ২১ জন এবং মহিলা ভোটার ১৬ হাজার ৭ শত ১৩ জন।
.
ভোট গণনা শেষে গতরাত ১টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান পৌর নির্বাচনে ৮১.০৪ ভাগ ভোট পড়েছে।
Tag :