কলেজ অধ্যক্ষের মরদেহ উদ্ধার

  • Update Time : ১২:৪৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • / 136
গাংনী প্রতিবেদক:
মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার (৪৮) গলিত মরদেহ তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। গোলাম মোস্তফা মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে তার মরদেহ কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া বাজারের আমজাদ আলীর ভাড়া বাড়ি থেকে গলিত অবস্থায় উদ্ধার করা হয়।
.
গাংনীর বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস জানান, কয়েক বছর আগে তার স্ত্রী মনোমালিন্য করে তার সংসার ছেড়ে চলে যায়। তিনি কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ার একটি ভাড়া বাসায় থাকতেন। গত শনিবার তিনি গ্রামের বাড়ি থেকে কুষ্টিয়ার ভাড়া বাড়িতে গিয়েছিলন। রোববার থেকে তার মোবাইল খোলা থাকলেও রিসিভ হয়নি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। তার রুমের মধ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল এবং রুমের ভেতরে থেকে ছিটকিন দেওয়া ছিল।
.
বাসার মালিক আমজাদ হোসেন দুর্গন্ধের বিষয়টি পুলিশ খবর দেয়। পরে পুলিশ এসে ঘরে দরজা ভেঙে তার গলিত মরদেহ উদ্ধার করে।
.
ভোমরদ গ্রামের ইউপি সদস্য আব্দুল গফর জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।
.
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সে কুষ্টিয়ায় একটি ভাড়া বাসায় থাকত। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ পচে দুর্গন্ধ ছড়ালে আশেপাশের লোক জানতে পারে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


কলেজ অধ্যক্ষের মরদেহ উদ্ধার

Update Time : ১২:৪৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
গাংনী প্রতিবেদক:
মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার (৪৮) গলিত মরদেহ তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। গোলাম মোস্তফা মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে তার মরদেহ কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া বাজারের আমজাদ আলীর ভাড়া বাড়ি থেকে গলিত অবস্থায় উদ্ধার করা হয়।
.
গাংনীর বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস জানান, কয়েক বছর আগে তার স্ত্রী মনোমালিন্য করে তার সংসার ছেড়ে চলে যায়। তিনি কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ার একটি ভাড়া বাসায় থাকতেন। গত শনিবার তিনি গ্রামের বাড়ি থেকে কুষ্টিয়ার ভাড়া বাড়িতে গিয়েছিলন। রোববার থেকে তার মোবাইল খোলা থাকলেও রিসিভ হয়নি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। তার রুমের মধ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল এবং রুমের ভেতরে থেকে ছিটকিন দেওয়া ছিল।
.
বাসার মালিক আমজাদ হোসেন দুর্গন্ধের বিষয়টি পুলিশ খবর দেয়। পরে পুলিশ এসে ঘরে দরজা ভেঙে তার গলিত মরদেহ উদ্ধার করে।
.
ভোমরদ গ্রামের ইউপি সদস্য আব্দুল গফর জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে।
.
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সে কুষ্টিয়ায় একটি ভাড়া বাসায় থাকত। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ পচে দুর্গন্ধ ছড়ালে আশেপাশের লোক জানতে পারে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।