অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
- Update Time : ১২:৩৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / 152
নিজস্ব প্রতিবেদক:
পানি সম্পদ মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ১০৬ টি এবং এর একেকটি প্রকল্পের আকার অনেক বড়। ২ শত কোটি, ৩ শত কোটি এমনকি ১০ হাজার কোটি টাকার প্রকল্পও আমরা বাস্তবায়ন করছি। এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে বাংলাদেশ।
.
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতররণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক এসব কথা বলেন।
.
বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক,এমপি স্থানীয়দের বলেন, ভালো লোককে চেয়ারম্যান বানান। তাহলে এলাকার উন্নয়নে কাজ করতে সুবিধা হবে। তবে মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনায়ন দিবেন তার পক্ষেই আপনারা কাজ করবেন। যাতে আমরা সততার সাথে কাজ করে এলাকার উন্নয়ন তরিৎ গতিতে করতে পারি।
.
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, শায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুন তালুকদার, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।
Tag :