করোনা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

  • Update Time : ০৫:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • / 139
স্বাস্থ্য ডেস্ক:

করোনা ব্যবস্থাপনায় ভারত ও যুক্তরাষ্ট্র থেকে র‌্যাংকিংয়ে এগিয়ে রয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউটের গবেষণায় বাংলাদেশ ওই র‍্যাঙ্কিংয়ে ৮৪তম অবস্থানে। ভারত ৮৬তম আর ভারতের চেয়েও পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র (৯৪)।

.
মহামারি কোভিড-১৯ মোকাবিলায় পৃথিবীর ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে র্যাঙ্কিং বা ‘কোভিড পারফরম্যান্স ইনডেক্স’ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।

.
গবেষণা ইনডেক্সে দেখা যায়, করোনা মোকাবিলায় সবচেয়ে সফলতা দেখিয়েছে নিউজিল্যান্ড। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে কিউইরা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। এরপর যথাক্রমে তাইওয়ান, থাইল্যান্ড, সাইপ্রাস, রোয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলংকা জায়গা করে নিয়েছে। মালয়েশিয়া রয়েছে ১৬তম অবস্থানে, বাহরাইন ৪৪তম, জাপান ৪৫তম, সুইজার‌ল্যান্ড ৫৩তম, ইতালি ৫৯তম, কানাডা ৬০তম ও ইসরাইল ৬২তম অবস্থানে রয়েছে। এছাড়া সৌদি আরব ৬৪তম, যুক্তরাজ্য ৬৬তম, পাকিস্তান ৬৯তম, ফ্রান্স ৭৩তম, তুরস্ক ৭৪তম র‌্যাংকিয়ে রয়েছে।
.
রাশিয়ার অবস্থান ৭৬তম, কুয়েত ৮০তম, দক্ষিণ আফ্রিকা ৮২তম ও ইরাক ৮৩তম ও বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। তবে বাংলাদেশের চেয়ে আরও পিছিয়ে পড়েছে ভারত। তালিকায় ৮৬তম র‌্যাংকিংয়ে রয়েছে ভারত। আর ভারতের চেয়েও পিছয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের শক্তিধর এ দেশটি করোনা ব্যবস্থাপনায় সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে। র‌্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ৯৪। এর পরের অবস্থানে রয়েছে ইরান (৯৫), কলম্বিয়া (৯৬), মেক্সিকো (৯৭) ও ব্রাজিল সবচেয়ে তলানিতে (৯৮) রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

Update Time : ০৫:৫৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
স্বাস্থ্য ডেস্ক:

করোনা ব্যবস্থাপনায় ভারত ও যুক্তরাষ্ট্র থেকে র‌্যাংকিংয়ে এগিয়ে রয়েছে। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউটের গবেষণায় বাংলাদেশ ওই র‍্যাঙ্কিংয়ে ৮৪তম অবস্থানে। ভারত ৮৬তম আর ভারতের চেয়েও পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র (৯৪)।

.
মহামারি কোভিড-১৯ মোকাবিলায় পৃথিবীর ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে র্যাঙ্কিং বা ‘কোভিড পারফরম্যান্স ইনডেক্স’ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।

.
গবেষণা ইনডেক্সে দেখা যায়, করোনা মোকাবিলায় সবচেয়ে সফলতা দেখিয়েছে নিউজিল্যান্ড। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে কিউইরা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। এরপর যথাক্রমে তাইওয়ান, থাইল্যান্ড, সাইপ্রাস, রোয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলংকা জায়গা করে নিয়েছে। মালয়েশিয়া রয়েছে ১৬তম অবস্থানে, বাহরাইন ৪৪তম, জাপান ৪৫তম, সুইজার‌ল্যান্ড ৫৩তম, ইতালি ৫৯তম, কানাডা ৬০তম ও ইসরাইল ৬২তম অবস্থানে রয়েছে। এছাড়া সৌদি আরব ৬৪তম, যুক্তরাজ্য ৬৬তম, পাকিস্তান ৬৯তম, ফ্রান্স ৭৩তম, তুরস্ক ৭৪তম র‌্যাংকিয়ে রয়েছে।
.
রাশিয়ার অবস্থান ৭৬তম, কুয়েত ৮০তম, দক্ষিণ আফ্রিকা ৮২তম ও ইরাক ৮৩তম ও বাংলাদেশ ৮৪তম অবস্থানে রয়েছে। তবে বাংলাদেশের চেয়ে আরও পিছিয়ে পড়েছে ভারত। তালিকায় ৮৬তম র‌্যাংকিংয়ে রয়েছে ভারত। আর ভারতের চেয়েও পিছয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের শক্তিধর এ দেশটি করোনা ব্যবস্থাপনায় সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে। র‌্যাংকিংয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ৯৪। এর পরের অবস্থানে রয়েছে ইরান (৯৫), কলম্বিয়া (৯৬), মেক্সিকো (৯৭) ও ব্রাজিল সবচেয়ে তলানিতে (৯৮) রয়েছে।