জামালপুরে প্রথমবারের মতো এক নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের নয়টি জেলায় নতুন ডিসি নিয়োগাদেশ জারি করে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)।
এর মধ্যে জামালপুরে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মুর্শেদা জামান।
জামালপুরে প্রথমবারের মতো এক নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় দেশের নয়টি জেলায় নতুন ডিসি নিয়োগাদেশ জারি করে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি)।
এর মধ্যে জামালপুরে নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মুর্শেদা জামান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদ এনামুল হক ২০১৯ সালের ২৬ আগস্ট জামালপুর ডিসি হিসেবে যোগ দেন। তিনি এখানে যোগ দেওয়ার সময় থেকে মাত্র এক বছর পাঁচ মাস সময়ের মধ্যে জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও তদারকি এবং প্রশাসনিক কাজে অভূতপূর্ব শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ একজন জনবান্ধব প্রশাসক হিসেবে সমাদৃত হন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগাদেশ অনুযায়ী তিনি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ডিসি হিসেবে যোগ দেবেন। একই আদেশে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মুর্শেদা জামানকে জামালপুরের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জামালপুর জেলা গঠিত হওয়ার সময় ১৯৭৮ সালে জামালপুরের প্রথম ডিসি নিয়োগ পান মো. নূরুল ইসলাম। এরপর দীর্ঘ ৪৩ বছরের মধ্যে বিদায়ীসহ জামালপুরে ২৫ জন ডিসির মধ্যে কোনো নারী নিয়োগ পাননি। এই তথ্যানুসারে এ জেলায় প্রথম নারী ডিসি হিসেবে যোগ দিয়েছেন মুর্শেদা জামান।