মোহনপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে কলেজ শিক্ষার্থীকে হত্যা
- Update Time : ০২:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / 141
পাপ্পু কুমার, রাজশাহী:
রাজশাহী সরকারি কলেজের এক শিক্ষার্থীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার ৩ নং রায়ঘাটি ইউনিয়নের কামারপাড়া টাঙ্গন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাফিউল ইসলাম (২৫)।
.
তিনি ওই গ্রামের চুন ব্যাবসায়ী সাইদুল ইসলামের বড় ছেলে। শাফিউল রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। বাড়ি থেকে ১৫০ গজ দূরে আমবাগানে শাফিউলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। তারা ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছিলেন। রাত ৮টার দিকে শাফিউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন আবদুল বারী (৩৫) নামে এলাকার এক ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান।
.
এদিকে বিষয়েটি মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, প্রাথমিক পর্যায়ে সন্দেহ জনক জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন কে আটক করা হয়েছে, ২ জন কে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে হত্যার পিছনে ২টি কারণ ধারণা করা হচ্ছে, বন্ধুদের সাথে কোন শত্রুতা অথবা কোন নারীর সাথে পরকিয়া। আসলে কী কারণে এই হত্যাকাণ্ড তদন্ত করে দেখছেন। মরদেহের মাথার সামনে-পিছনে কপাল ও চোখের নিচে জখম পাওয়া গেছে।
.
পলিথিন দিয়ে তার মাথা পেঁচানো ছিল। গলায় পেঁচানো ছিল রশি। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত শাফিউল ইসলামের পিতা সাইদুল ইসলাম এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
Tag :