জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • Update Time : ১২:৩০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
  • / 127

নওগাঁর সাপাহারে জমি দখল নিয়ে সংঘর্ষে রবিউল আলম (৫০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার তিলনী গ্রামে এই সংঘর্ষের ঘটনা। রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রবিউল আলমের মৃত্যু হয়। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্ততি চলছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পাতাড়ী ইউনিয়নের তিলনী মৌজার কিছু সম্পত্তি নিয়ে দক্ষিণ পাতাড়ী গ্রামের এসলাম আলীর সঙ্গে তিলনী গ্রামের আব্দুল হকের বিরোধ ছিল। বুধবার সকালে পাতাড়ী গ্রাম হতে আসলাম আলী ও আমজাদ আলীর নেতৃত্বে একটি দল আব্দুল হকের ভোগ দখলীয় সম্পত্তি দখল করতে আসে। এই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আসলাম আলী ও আমজাদ আলীর লোকজনের লাঠির আঘাতে আব্দুল হক ও তার তিন ছেলে রবিউল আলম, হাবিবুর রহমান ও রায়হান কবির গুরুতর আহত হয়।

এরপর গ্রামের লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রবিউল ও রায়হানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় রবিউলের মৃত্যু হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩

Update Time : ১২:৩০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১

নওগাঁর সাপাহারে জমি দখল নিয়ে সংঘর্ষে রবিউল আলম (৫০) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার তিলনী গ্রামে এই সংঘর্ষের ঘটনা। রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রবিউল আলমের মৃত্যু হয়। সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্ততি চলছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পাতাড়ী ইউনিয়নের তিলনী মৌজার কিছু সম্পত্তি নিয়ে দক্ষিণ পাতাড়ী গ্রামের এসলাম আলীর সঙ্গে তিলনী গ্রামের আব্দুল হকের বিরোধ ছিল। বুধবার সকালে পাতাড়ী গ্রাম হতে আসলাম আলী ও আমজাদ আলীর নেতৃত্বে একটি দল আব্দুল হকের ভোগ দখলীয় সম্পত্তি দখল করতে আসে। এই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আসলাম আলী ও আমজাদ আলীর লোকজনের লাঠির আঘাতে আব্দুল হক ও তার তিন ছেলে রবিউল আলম, হাবিবুর রহমান ও রায়হান কবির গুরুতর আহত হয়।

এরপর গ্রামের লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রবিউল ও রায়হানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় রবিউলের মৃত্যু হয়।