হত্যার হুমকিদাতা সেই ইবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

  • Update Time : ১০:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / 110
রাকিব হেসেন,ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রফেসর এম এম নাসিমুজ্জামানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
.
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
.
এতে ইংরেজি বিভাগের প্রফেসর ও আবাসিক কমিটির আহ্ববায়ক ড. মামুনুর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে সদস্য হিসেবে আইন বিভাগের প্রফেসর ড. রেবা মন্ডল ও সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন। কমিটিকে আগামী ৩ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
.
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলতাফ হোসেন একই ভবনে বসবাসকারী ব্যবস্থাপনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট এম এম নাসিমুজ্জামান অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন মর্মে তার আবেদনে উল্লেখ করেছেন। বিষয়টি তদন্তপূর্বক রিপোর্ট পেশ করার জন্য উপাচার্য মহোদয় তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী ৩ সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
.
জানা যায়, গত শুক্রবার (১ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। পরে গতকাল শনিবার (২ জানুয়ারি) এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর ভুক্তভোগী ওই শিক্ষক অভিযোগ করেছেন বলে জানা গেছে।
.
এদিকে গতকাল মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত অভিযুক্ত শিক্ষককে পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Tag :

Please Share This Post in Your Social Media


হত্যার হুমকিদাতা সেই ইবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

Update Time : ১০:২৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
রাকিব হেসেন,ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রফেসর এম এম নাসিমুজ্জামানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
.
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
.
এতে ইংরেজি বিভাগের প্রফেসর ও আবাসিক কমিটির আহ্ববায়ক ড. মামুনুর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে সদস্য হিসেবে আইন বিভাগের প্রফেসর ড. রেবা মন্ডল ও সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন। কমিটিকে আগামী ৩ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
.
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলতাফ হোসেন একই ভবনে বসবাসকারী ব্যবস্থাপনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট এম এম নাসিমুজ্জামান অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন মর্মে তার আবেদনে উল্লেখ করেছেন। বিষয়টি তদন্তপূর্বক রিপোর্ট পেশ করার জন্য উপাচার্য মহোদয় তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী ৩ সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
.
জানা যায়, গত শুক্রবার (১ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক। পরে গতকাল শনিবার (২ জানুয়ারি) এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর ভুক্তভোগী ওই শিক্ষক অভিযোগ করেছেন বলে জানা গেছে।
.
এদিকে গতকাল মঙ্গলবার ভুক্তভোগী শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত অভিযুক্ত শিক্ষককে পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।