‘যে সব রোহিঙ্গা ভাসানচরে যেতে চান, তাদের নিয়ে যাওয়া হবে’

  • Update Time : ০৪:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / 140
নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গাদের যারা ভাসানচরে যেতে চান, তাদের নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
.

বুধবার দুপুরে, সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে চেষ্টা চলমান আছে। সব পর্যায়েই আলোচনা হচ্ছে, কিন্তু রেজাল্ট হচ্ছে না। তবে, কাজ যেনো হয়, সেটির চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ভাসানচরে একটি কাটাঁতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত ছিল। সেটির পাশাপাশি ওয়াকওয়ে ওয়াচ টাওয়ার নির্মাণ হবে। এটি দ্রুত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। যার নিরাপত্তার দায়িত্ব থাকবে পুলিশের কাছে। তবে দরকার হলে, বিজিবি ও সেনাবাহিনীর সাহায্য নিতে পারবে। রোহিঙ্গারা যাতে মাদক ব্যবসা করে অস্থিরতা তৈরি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকেও তৎপর থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Tag :

Please Share This Post in Your Social Media


‘যে সব রোহিঙ্গা ভাসানচরে যেতে চান, তাদের নিয়ে যাওয়া হবে’

Update Time : ০৪:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গাদের যারা ভাসানচরে যেতে চান, তাদের নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
.

বুধবার দুপুরে, সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে চেষ্টা চলমান আছে। সব পর্যায়েই আলোচনা হচ্ছে, কিন্তু রেজাল্ট হচ্ছে না। তবে, কাজ যেনো হয়, সেটির চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ভাসানচরে একটি কাটাঁতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত ছিল। সেটির পাশাপাশি ওয়াকওয়ে ওয়াচ টাওয়ার নির্মাণ হবে। এটি দ্রুত করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। যার নিরাপত্তার দায়িত্ব থাকবে পুলিশের কাছে। তবে দরকার হলে, বিজিবি ও সেনাবাহিনীর সাহায্য নিতে পারবে। রোহিঙ্গারা যাতে মাদক ব্যবসা করে অস্থিরতা তৈরি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকেও তৎপর থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।