পুলিশের সহয়তায় ৬ মাসের শিশু ফিরে পেল মাকে

  • Update Time : ০৬:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
  • / 175
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
থানা পুলিশের সহয়তায় ৬ মাসের শিশু ফিরে পেল তার মাকে। নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের আক্তার আলীর মেয়ে আইরিন আক্তার(২০) এর সাথে গত ২ বছর পূর্বে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের আটঘরিপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে ময়নুল ইসলামের পারিবারিকভাবে বিবাহ হয়।
.
বিয়ের পর থেকে বিভিন্ন সাংসারিক বিষয় নিয়ে ময়নুল আইরিনকে নানাভাবে নির্যাতন করে আসছিলো। গত রবিবার (৯ আগস্ট) রাতে ময়নুল আইরিনকে আবারো শারিরিক নির্যাতন করে তার ছয় মাসের অবুঝ ছেলে সন্তান আলিফ ইসলাম লামকে কেড়ে নিয়ে আইরিনরকে বাড়ী থেকে বেড় করে দেয় শিশু সন্তানটিকে অন্য বাড়ীতে লুকিয়ে রাখে।
.
আইরিন বাবার বাড়ীতে এসে তাকে নির্যাতনের বিষয় জানালে বাবার বাড়ীর লোকজন অসুস্থ্য আইরনকে ডিমলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এবং শারিরিক নির্যাতন করে ছয় মাসের কোলের শিশুকে কেড়ে নেয়ার বিষয়ে মঙ্গলবার সকালে আইরিনের বাবা ডিমলা থানায় ময়নুলের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন।
.
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল জয়ব্রত পাল এর নির্দেশে ও ডিমলা থানার ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে লুকিয়ে রাখা আইরিনের ছয় মাসের ছেলে সন্তান আলিফ ইসলাম লামকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। বিষয়টি ডিমলা থানার (ওসি) সিরাজুল ইসলাম নিশ্চিত করেন।
Tag :

Please Share This Post in Your Social Media


পুলিশের সহয়তায় ৬ মাসের শিশু ফিরে পেল মাকে

Update Time : ০৬:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
থানা পুলিশের সহয়তায় ৬ মাসের শিশু ফিরে পেল তার মাকে। নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের আক্তার আলীর মেয়ে আইরিন আক্তার(২০) এর সাথে গত ২ বছর পূর্বে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের আটঘরিপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে ময়নুল ইসলামের পারিবারিকভাবে বিবাহ হয়।
.
বিয়ের পর থেকে বিভিন্ন সাংসারিক বিষয় নিয়ে ময়নুল আইরিনকে নানাভাবে নির্যাতন করে আসছিলো। গত রবিবার (৯ আগস্ট) রাতে ময়নুল আইরিনকে আবারো শারিরিক নির্যাতন করে তার ছয় মাসের অবুঝ ছেলে সন্তান আলিফ ইসলাম লামকে কেড়ে নিয়ে আইরিনরকে বাড়ী থেকে বেড় করে দেয় শিশু সন্তানটিকে অন্য বাড়ীতে লুকিয়ে রাখে।
.
আইরিন বাবার বাড়ীতে এসে তাকে নির্যাতনের বিষয় জানালে বাবার বাড়ীর লোকজন অসুস্থ্য আইরনকে ডিমলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এবং শারিরিক নির্যাতন করে ছয় মাসের কোলের শিশুকে কেড়ে নেয়ার বিষয়ে মঙ্গলবার সকালে আইরিনের বাবা ডিমলা থানায় ময়নুলের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন।
.
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল জয়ব্রত পাল এর নির্দেশে ও ডিমলা থানার ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে লুকিয়ে রাখা আইরিনের ছয় মাসের ছেলে সন্তান আলিফ ইসলাম লামকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। বিষয়টি ডিমলা থানার (ওসি) সিরাজুল ইসলাম নিশ্চিত করেন।