লাইফ সাপোর্টে নওগাঁর এমপি ইসরাফিল

  • Update Time : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
  • / 145

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি।

শনিবার রাতে মো. ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন এ তথ্য জানান।

সুলতানা পারভীন জানান, দুই সপ্তাহ আগে চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে ১৪ জুলাই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর ২৩ জুলাই হঠাৎ করে আবারো অসুস্থ হয়ে পড়লে ফের তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছিল। শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সুলতানা পারভীন আরও জানান, বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা খুব একটা ভালো না। দেশবাসীর কাছে এমপির জন্য দোয়া চেয়েছেন তিনি।

মো. ইসরাফিল আলমের সুস্থ্যতা কামনা করে তার নির্বাচনী এলাকা আত্রাই-রানীনগর ও নওগাঁ সদরে দলীয় ও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


লাইফ সাপোর্টে নওগাঁর এমপি ইসরাফিল

Update Time : ০৭:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি।

শনিবার রাতে মো. ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন এ তথ্য জানান।

সুলতানা পারভীন জানান, দুই সপ্তাহ আগে চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে ১৪ জুলাই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর ২৩ জুলাই হঠাৎ করে আবারো অসুস্থ হয়ে পড়লে ফের তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছিল। শনিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সুলতানা পারভীন আরও জানান, বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা খুব একটা ভালো না। দেশবাসীর কাছে এমপির জন্য দোয়া চেয়েছেন তিনি।

মো. ইসরাফিল আলমের সুস্থ্যতা কামনা করে তার নির্বাচনী এলাকা আত্রাই-রানীনগর ও নওগাঁ সদরে দলীয় ও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।