৯৯৯-এ কল, ডুবন্ত ট্রলার থেকে জীবিত উদ্ধার ৫ শ্রমিক

  • Update Time : ০২:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • / 159

‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে ফোন কলে একটি ডুবন্ত ট্রলার থেকে ৫ শ্রমিককে জীবন্ত উদ্ধার করেছে নেত্রকোনার কলমাকান্দা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস।

৯৯৯-এর ইন্সপেক্টর আনোয়ার সাত্তার জানান, গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ৯৯৯ নম্বরে এক কলার নেত্রকোণার কলমাকান্দা থেকে ফোন করে জানান, গৌরডোবা হাওরে একটি বালি বোঝাই ট্রলার ডুবে যাচ্ছে, ট্রলারটিতে বেশ কয়কজন শ্রমিক রয়েছে, ডুবন্ত শ্রমিকরা তাদের উদ্ধারের জন্য চিৎকার করে সাহায্য প্রার্থনা করছিলেন। তিনি ৯৯৯ এর কাছে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির সাথে নেত্রকোনার কলমাকান্দা থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন। একই সাথে নেত্রকোণার ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে ঘটনাটি জানিয়ে উদ্ধার তৎপরতার জন্য অনুরোধ জানানো হয়।

সংবাদ পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত যৌথ উদ্ধার তৎপরতা শুরু হয়।

পরে কলমাকান্দা থানার এসআই সালাম ৯৯৯-এ ফোনে জানান তারা ৫ জন শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং আক্কাস (৫০) নামে একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাওরে স্রোতের তীব্রতার কারণে উদ্ধার তৎপরতা চালাতে তাদের বেশ বেগ পেতে হয়েছিল। ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media


৯৯৯-এ কল, ডুবন্ত ট্রলার থেকে জীবিত উদ্ধার ৫ শ্রমিক

Update Time : ০২:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০

‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে ফোন কলে একটি ডুবন্ত ট্রলার থেকে ৫ শ্রমিককে জীবন্ত উদ্ধার করেছে নেত্রকোনার কলমাকান্দা থানার পুলিশ ও ফায়ার সার্ভিস।

৯৯৯-এর ইন্সপেক্টর আনোয়ার সাত্তার জানান, গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ পুলিশ পরিচালিত ৯৯৯ নম্বরে এক কলার নেত্রকোণার কলমাকান্দা থেকে ফোন করে জানান, গৌরডোবা হাওরে একটি বালি বোঝাই ট্রলার ডুবে যাচ্ছে, ট্রলারটিতে বেশ কয়কজন শ্রমিক রয়েছে, ডুবন্ত শ্রমিকরা তাদের উদ্ধারের জন্য চিৎকার করে সাহায্য প্রার্থনা করছিলেন। তিনি ৯৯৯ এর কাছে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির সাথে নেত্রকোনার কলমাকান্দা থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন। একই সাথে নেত্রকোণার ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে ঘটনাটি জানিয়ে উদ্ধার তৎপরতার জন্য অনুরোধ জানানো হয়।

সংবাদ পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত যৌথ উদ্ধার তৎপরতা শুরু হয়।

পরে কলমাকান্দা থানার এসআই সালাম ৯৯৯-এ ফোনে জানান তারা ৫ জন শ্রমিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং আক্কাস (৫০) নামে একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হাওরে স্রোতের তীব্রতার কারণে উদ্ধার তৎপরতা চালাতে তাদের বেশ বেগ পেতে হয়েছিল। ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।