ভারতে করোনাভাইরাসে সুস্থতার হার অন্য যে কোন দেশের থেকে বেশি বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, এসময়, নিজ দেশের পাশাপাশি ভারত বিশ্বের অন্তত দেড়শ দেশকে সহায়তা করেছে। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সভায় এ বছরের উচ্চ পর্যায়ের অধিবেশনে এসব কথা জানান নরেন্দ্র মোদী।
এসময় জাতিসংঘকে সংস্কার করে বহুপাক্ষিক ব্যবস্থাপনায় নেয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদী বলেন, ‘আমরা মহামারীর বিরুদ্ধে লড়াইকে জনগণের আন্দোলন করে তোলার চেষ্টা করেছি। আমাদের তৃণমূল স্তরের স্বাস্থ্য ব্যবস্থা ভারতকে বিশ্বের মধ্যে সেরা আরোগ্যলাভের হার নিশ্চিত করতে সহায়তা করছে।’
নরেন্দ্র মোদী আরো বলেন, কোভিড-১৯ মহামারীর দাপট জাতিসংঘের পুনর্জন্ম এবং সংস্কারের জন্য প্রাসঙ্গিক হয়ে উঠছে। আসুন আমরা বিশ্বব্যাপী জাতিসংঘকে বহুপাক্ষিক ব্যবস্থাপনায় রূপ দেয়ার অঙ্গীকার করি।