নামাজের সময় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

  • Update Time : ০১:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
  • / 201
নওগাঁর রাণীনগরে নামাজ পড়া অবস্থায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সামছুন নাহার (৪০) নিহত হয়েছে। 

রবিবার বিকেল ৫ টায় জেলার রাণীনগর উপজেলার আতাইকুলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রীকে ছুরিকাঘাতকারী স্বামী সিরাজুল ইসলাম আতাইকুলা মধ্যপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতাইকুলা মধ্যপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৮) ও  তার স্ত্রী সামছুন নাহারের সঙ্গে   দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিলো। রবিবার বিকেলে সামছুন নাহার নিজ ঘরে আসরের নামাজ পড়ার সময় তার স্বামী পেছন দিক থেকে ছুরিকাঘাত করে।

এসময় বিষয়টি বাড়ি অন্য সদস্যরা জানতে পেরে স্ত্রী সামছুন নাহারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে ছুরিকাঘাত করে পালানোর সময় গ্রামবাসী সিরাজুলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওস) জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক সিরাজুল ইসলামকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোর্পদ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media


নামাজের সময় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

Update Time : ০১:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
নওগাঁর রাণীনগরে নামাজ পড়া অবস্থায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সামছুন নাহার (৪০) নিহত হয়েছে। 

রবিবার বিকেল ৫ টায় জেলার রাণীনগর উপজেলার আতাইকুলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রীকে ছুরিকাঘাতকারী স্বামী সিরাজুল ইসলাম আতাইকুলা মধ্যপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতাইকুলা মধ্যপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৮) ও  তার স্ত্রী সামছুন নাহারের সঙ্গে   দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিলো। রবিবার বিকেলে সামছুন নাহার নিজ ঘরে আসরের নামাজ পড়ার সময় তার স্বামী পেছন দিক থেকে ছুরিকাঘাত করে।

এসময় বিষয়টি বাড়ি অন্য সদস্যরা জানতে পেরে স্ত্রী সামছুন নাহারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে ছুরিকাঘাত করে পালানোর সময় গ্রামবাসী সিরাজুলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওস) জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক সিরাজুল ইসলামকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোর্পদ করা হবে।