কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিন লাখ ২০ হাজার ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব বলছে, উপজেলার হোয়াইক্যং তুলাতলি এলাকায় আজ শুক্রবার সকালে মিয়ানমার থেকে পাচার হয়ে আসার পথে তিন লাখ ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
অপরদিকে, উপজেলার হোয়াইক্যং-শামলাপুর সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. শফিক (২৫), হোয়াইক্যং তুলাতুলি এলাকার আবদুল করিম (২২) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আলী জোহার (৪৩)।
র্যাব ১৫-এর কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, পাচারকারীরা একটি ইয়াবার বড় চালান পাচার করছে এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল হোয়াইক্যং তুলাতলি এলাকায় আজ শুক্রবার সকালে অভিযান চালায়।
এ সময় তিন লাখ ইয়াবাসহ দুই পাচাকারীকে আটক করা হয়। পাটের বস্তায় ভরে ইয়াবাগুলো পাচার করছিল তারা। এ সময় আরো তিন পাচারকারী পালিয়ে যায়। আটক পাচারকারীরা স্বীকার করেছে যে, তারা এই পয়েন্ট দিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিল।
অপরদিকে, র্যাব ১৫-এর অপর একটি দল আজ বিকেলে হোয়াইক্যং-শামলাপুর সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ আলী জোহার নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দ করা ইয়াবাসহ মাদক পাচারকারীদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।