স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন রোগী হাসপতালে ভর্তি হয়নি।
ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। তবে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট দু’জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এমন কি দেশের অন্য কোন জেলার হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কোন রোগী হাসপাতালে ভর্তি নেই।
এ বছরের ১লা জানুয়ারি থেকে ১১ই জুন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১০ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৩০৭ জন।