করোনাভাইরাস মহামারির মধ্যে সরকারি চাকরিজীবীদের দায়িত্ব পালনে উৎসাহ দিতে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয় সরকার। এরই অংশ হিসেবে গেল ২৩শে এপ্রিল ক্ষতিপূরণ নিয়ে পরিপত্র জারি করে অর্থ বিভাগ। সে-অনুযায়ী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী এবং জন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা করোনা আক্রান্ত হয়ে মারা গেলে গ্রেড ভেদে পঁচিশ থেকে পঞ্চাশ লাখ এবং আক্রান্ত হলে পাঁচ থেকে দশ লাখ টাকা পাবেন।
করোনা: ক্ষতিপূরণ চেয়ে অর্থ বিভাগে আবেদন সরকারি চাকরিজীবীদের
- Update Time : ০৭:৪৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / 215
সংক্রমণ শুরুর সাড়ে তিন মাসে প্রায় ১৫ হাজার সরকারি চাকরিজীবী আক্রান্ত। সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে পুলিশে। এ পর্যন্ত বাহিনীটির প্রায় সাড়ে ৯ হাজার সদস্য শনাক্ত। মারা গেছেন ৩৪ জন। এরইমধ্যে ক্ষতিপূরণ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেড় হাজারের বেশি আবেদন পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর।
এ পর্যন্ত তিন হাজারের বেশি সরকারি চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত। মারা গেছেন ত্রিশ জনের বেশি।
জনপ্রশাসনের প্রায় দুশ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত, মারা গেছেন দশ জন। তাদের কয়েকজন ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন।
সশস্ত্র বাহিনী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা, ফায়ার সার্ভিস এবং কারা অধিদপ্তরের অনেক কর্মকর্তা-কর্মচারীও আক্রান্ত।
শনাক্ত-মৃত্যু এভাবে চলতে থাকলে চাপ বাড়তে পারে সাড়ে আটশ কোটি টাকার ক্ষতিপূরণ তহবিলের ওপর। সেক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে অপ্রত্যাশিত খাতে বরাদ্দ তিন হাজার কোটি টাকা এবং করোনা মোকাবিলায় দশ হাজার কোটি টাকার থোক বরাদ্দ থেকে ক্ষতিপূরণের অর্থ সমন্বয়ের চিন্তা করছে অর্থ বিভাগ।
এরইমধ্যে অর্থ বিভাগে বিশ-পঁচিশটি আবেদন পড়েছে। তিন ধাপে যাচাই-বাছাই শেষে ক্ষতিপূরণের অর্থ পাবেন ক্ষতিগ্রস্তরা।
অর্থছাড় শুরু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।