প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

  • Update Time : ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
  • / 151

বিশেষ প্রতিনিধিঃ

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা শেষ হওয়ার পরে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শ্রদ্ধা নিবেদন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ছাত্রলীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সীমিত আকারে কর্মসূচি পালন করছে।

১৯৪৯ সালের এই দিনে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে জন্ম নেয়া দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়া দলটি এবার পা রাখছে ৭২ বছরে। দীর্ঘ এই পথচলায় এসেছে বাধা-বিপত্তি-দুর্যোগ-দুর্বিপাক। পাড়ি দিতে হয়েছে নানা চড়াই-উতরাই। কিন্তু নেতা-কর্মীদের ইস্পাত দৃঢ় মনোবল এবং একতায় দমে যায়নি উপমহাদেশের অন্যতম বৃহৎ এ দলটি।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর সীমিত আকারে ও অনলাইনভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দলের জন্মদিন পালন করছে আওয়ামী লীগ। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচি।

Tag :

Please Share This Post in Your Social Media


প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

Update Time : ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০

বিশেষ প্রতিনিধিঃ

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের শ্রদ্ধা শেষ হওয়ার পরে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শ্রদ্ধা নিবেদন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ছাত্রলীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সীমিত আকারে কর্মসূচি পালন করছে।

১৯৪৯ সালের এই দিনে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে জন্ম নেয়া দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়া দলটি এবার পা রাখছে ৭২ বছরে। দীর্ঘ এই পথচলায় এসেছে বাধা-বিপত্তি-দুর্যোগ-দুর্বিপাক। পাড়ি দিতে হয়েছে নানা চড়াই-উতরাই। কিন্তু নেতা-কর্মীদের ইস্পাত দৃঢ় মনোবল এবং একতায় দমে যায়নি উপমহাদেশের অন্যতম বৃহৎ এ দলটি।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর আওয়ামী লীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর সীমিত আকারে ও অনলাইনভিত্তিক ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দলের জন্মদিন পালন করছে আওয়ামী লীগ। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচি।