রাণীশংকৈলে মাকে পিটিয়ে ছেলে গ্রেফতার

  • Update Time : ১১:০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
  • / 164
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২২ জুন সকালে মাকে মারপিটের অভিযোগে ছেলে নাসিম (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
.
এ ঘটনায় সোমবার সকালে শিবদিঘী কাঁচা বাজার থেকে পুলিশ ছেলেকে গ্রেফতার- করতে সক্ষম হয়। থানা ও স্থানীয় সুত্রমতে উপজেলার রামপুর গ্রামে গত ১৬ জুন মা আরোশা বেগম তার নিজ ক্ষেতে পটোল তুলতে যায় এতে ছেলে বাধা দেয় এবং মাকে বাড়ি আসতে বলে কিন্তু মা ভয়ে বাড়িতে না গিয়ে পাশের সমশের মেম্বাররের বাড়ির দিকে রাওনা দেয় পিছন থেকে ছেলে তার মাকে যেতে নিষেধ করে।
.
এরপর এক পর্যায়ে ছেলে নাসিম তার মাকে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে মা গুরত্বর জখম হয় অসিস্থ্ হয়ে পরে। পরে মা এলাকাবাসীর কাছে সুষ্ঠু বিচার না পেয়ে গত ২০ জুন বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা করে।
.
মায়ের মামলার ঘটনাকে কেন্দ্র করে ছেলে তাঁর মাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। শেষে আজ সকালে শিবদিঘী কাঁচাবাজারে মাকে পেয়ে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্যানেল কোট আইনের ৩২৩/৩২৫ ও ৫০৬ ধারায় ছেলেকে গ্রেফতার বিঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। মামলা আইও দিপঙ্কর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Tag :

Please Share This Post in Your Social Media


রাণীশংকৈলে মাকে পিটিয়ে ছেলে গ্রেফতার

Update Time : ১১:০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২২ জুন সকালে মাকে মারপিটের অভিযোগে ছেলে নাসিম (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
.
এ ঘটনায় সোমবার সকালে শিবদিঘী কাঁচা বাজার থেকে পুলিশ ছেলেকে গ্রেফতার- করতে সক্ষম হয়। থানা ও স্থানীয় সুত্রমতে উপজেলার রামপুর গ্রামে গত ১৬ জুন মা আরোশা বেগম তার নিজ ক্ষেতে পটোল তুলতে যায় এতে ছেলে বাধা দেয় এবং মাকে বাড়ি আসতে বলে কিন্তু মা ভয়ে বাড়িতে না গিয়ে পাশের সমশের মেম্বাররের বাড়ির দিকে রাওনা দেয় পিছন থেকে ছেলে তার মাকে যেতে নিষেধ করে।
.
এরপর এক পর্যায়ে ছেলে নাসিম তার মাকে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে মা গুরত্বর জখম হয় অসিস্থ্ হয়ে পরে। পরে মা এলাকাবাসীর কাছে সুষ্ঠু বিচার না পেয়ে গত ২০ জুন বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা করে।
.
মায়ের মামলার ঘটনাকে কেন্দ্র করে ছেলে তাঁর মাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। শেষে আজ সকালে শিবদিঘী কাঁচাবাজারে মাকে পেয়ে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্যানেল কোট আইনের ৩২৩/৩২৫ ও ৫০৬ ধারায় ছেলেকে গ্রেফতার বিঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। মামলা আইও দিপঙ্কর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।