করোনা: বিধিনিষেধ তুলে দিতে ব্রাজিলে বিক্ষোভ 

  • Update Time : ১০:৩৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
  • / 143
ব্রাজিলে করোনার সংক্রমণ বাড়ার মধ্যেই লকডাউন তুলে নিতে রাস্তায় অবস্থান নিয়েছে সরকার সমর্থকরা। অর্থনীতি সচল করতেই তাদের এ অবস্থান। 

এরইমধ্যে করোনায় সাড়ে ৫০ হাজারের বেশি মৃত্যুর ভয়াবহ মাইলফলক ছাড়িয়েছে ব্রাজিল। এদিকে দক্ষিণ এশিয়ায় করোনায় সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যায় ভারত শীর্ষে।  সংক্রমিত রোগীর সংখ্যায় দেশটি বিশ্বের চতুর্থ শীর্ষ দেশ।  বর্ষা মৌসুমে করোনা সংক্রমণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা বিশেজ্ঞদের।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।  করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দুই ক্ষেত্রেই বিশ্ব তালিকায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল।  এরইমধ্যে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ৫০ হাজারের বেশি।  এ পর্যন্ত আক্রান্ত ১০ লাখ ৮৬ হাজারের বেশি।

এই পরিস্থিতিতে রবিবার বিধি-নিষেধ শিথিলের দাবিতে রাস্তায় অবস্থান নিয়েছে দেশটির প্রেসিডেন্ট যাইর বোলসোনারোর সমর্থকরা।  এ সময় অর্থনীতি সচল রাখতে সবকিছু খুলে দেয়ার আহ্বান জানায় তারা।

শুরু থেকেই দেশটির প্রেসিডেন্ট জায়ের বলসোনারো লকডাইনের বিপক্ষে ছিলেন। রাজপথে ছিল সরকার বিরোধীরাও।  তবে তাদের দাবি প্রেসিডেন্টের অভিশংসন।

পর্যবেক্ষকরা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতাই ব্রাজিলে করোনা সংক্রমণ বাড়াচ্ছে।  সংক্রমণের সর্বোচ্চ পর্যায় থেকে ব্রাজিল এখনও কয়েক সপ্তাহ দূরে আছে বলে সতর্কতা জানিয়েছেন তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, করোনার কেন্দ্র এখন দক্ষিন আমেরিকা। এরমধ্যে সবচেয়ে ঝুঁকিতে ব্রাজিল। সংস্থাটির মতে, ২৪ ঘন্টায় বিশ্বে মোট শনাক্তের ৬০ শতাংশই এসেছে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনা: বিধিনিষেধ তুলে দিতে ব্রাজিলে বিক্ষোভ 

Update Time : ১০:৩৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
ব্রাজিলে করোনার সংক্রমণ বাড়ার মধ্যেই লকডাউন তুলে নিতে রাস্তায় অবস্থান নিয়েছে সরকার সমর্থকরা। অর্থনীতি সচল করতেই তাদের এ অবস্থান। 

এরইমধ্যে করোনায় সাড়ে ৫০ হাজারের বেশি মৃত্যুর ভয়াবহ মাইলফলক ছাড়িয়েছে ব্রাজিল। এদিকে দক্ষিণ এশিয়ায় করোনায় সংক্রমিত রোগী ও মৃত্যুর সংখ্যায় ভারত শীর্ষে।  সংক্রমিত রোগীর সংখ্যায় দেশটি বিশ্বের চতুর্থ শীর্ষ দেশ।  বর্ষা মৌসুমে করোনা সংক্রমণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা বিশেজ্ঞদের।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।  করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দুই ক্ষেত্রেই বিশ্ব তালিকায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল।  এরইমধ্যে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ৫০ হাজারের বেশি।  এ পর্যন্ত আক্রান্ত ১০ লাখ ৮৬ হাজারের বেশি।

এই পরিস্থিতিতে রবিবার বিধি-নিষেধ শিথিলের দাবিতে রাস্তায় অবস্থান নিয়েছে দেশটির প্রেসিডেন্ট যাইর বোলসোনারোর সমর্থকরা।  এ সময় অর্থনীতি সচল রাখতে সবকিছু খুলে দেয়ার আহ্বান জানায় তারা।

শুরু থেকেই দেশটির প্রেসিডেন্ট জায়ের বলসোনারো লকডাইনের বিপক্ষে ছিলেন। রাজপথে ছিল সরকার বিরোধীরাও।  তবে তাদের দাবি প্রেসিডেন্টের অভিশংসন।

পর্যবেক্ষকরা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতাই ব্রাজিলে করোনা সংক্রমণ বাড়াচ্ছে।  সংক্রমণের সর্বোচ্চ পর্যায় থেকে ব্রাজিল এখনও কয়েক সপ্তাহ দূরে আছে বলে সতর্কতা জানিয়েছেন তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, করোনার কেন্দ্র এখন দক্ষিন আমেরিকা। এরমধ্যে সবচেয়ে ঝুঁকিতে ব্রাজিল। সংস্থাটির মতে, ২৪ ঘন্টায় বিশ্বে মোট শনাক্তের ৬০ শতাংশই এসেছে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে।