ধর্ম প্রতিমন্ত্রীর স্মরণে শোকসভা
- Update Time : ০৪:০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / 223
নিজস্ব প্রতিবেদক:
সদ্যপ্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ধর্ম মন্ত্রণালয়ে।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় অনুষ্ঠিত সভায় ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়সহ জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা, হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা এবং হজ অফিসের কর্মকর্তাসহ দেশি-বিদেশি ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিরা জুম অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করেন।
সভায় সভাপতির বক্তব্যে ধর্ম সচিব মো. নূরুল ইসলাম বলেন, ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন একজন বিশাল ব্যক্তিত্ব ও বিশাল পরিমাপের মানুষ। তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছিলেন অত্যন্ত অনঢ়। তার কর্মপ্রেরণা ছিল অনুকরণীয়।
তিনি বলেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ ছিলেন একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা, ধর্মপ্রাণ ও অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। তার অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।
সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দার ও এ বি এম আমিন উল্লাহ্ নুরী, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ, গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি রুহুল আমিন, জেদ্দার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান, হিন্দু-ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব বিষ্ঞু কুমার সরকার, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম, সিনিয়র সভাপতি মাওলানা শরাফুতি, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন, জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
শোকসভা সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ। সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শোলাকিয়াহ ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ।