কবির উদাসীনতা

  • Update Time : ০১:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
  • / 216
আমি আর লেখবো না কবিতা
কি করে কেমনে লেখবো বলো?
এই আমার কবি মনের বহিঃপ্রকাশ
তোমার ছোঁয়ায় মানবিক বোধে অনন্য!
.
সহজ শব্দচয়ন অর্থবোধক বাক্য পেত সারল্য!!
আমার মনের মাধুরি মিশিয়ে কবিতা অন্তঃকরণ
এসবই ছিলো তোমার ভালবাসার ব্যকরণ।
.
আমার ভাবুকমন প্রকৃতির সৌন্দর্য ভীড়ে;
নিজেকে হারিয়ে মোড়কে মুড়িয়ে;
তোমায় প্রকাশ করে সত্তা
কবিতা আর তুমি একই,সম্পুর্ণ আমার নিজস্বতা।
.
লেখনীতে স্বপ্ন তোমায় নিয়ে
কাব্য ফুটতো তোমাতে মুগ্ধতা ঘিরে
তুমি চলে গেলে!
চলে গেলে আমায় ফেলে!!
.
তুমিহীনা কবিতায় কার স্বপ্নচয়ন করবো?
কিসের মুগ্ধতায় কবিতা লিখবো?
কাকে নিয়ে ভাববো, কার পানে চেয়ে থাকবো?
আমার যে অন্য কোন পথ জানা নেই আমি যে নিরুপায়।
.
আমি রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দ দাস নই ;
রবীন্দ্রনাথের হৈমন্তী অথবা জীবনানন্দের বনলতা সেন
আমার তুমি চন্দ্রচক্ষু লক্ষ্মী পেঁচা ভালবাসা অঢেল।
.
তুমিই আমার স্বপ্ন,
তুমিই আমার বাচার শিহরণ
তুমিই ভেতর, তুমিই বাহির
তুমিই আমার অন্তর কবিত্বকলার জাগরণ।
.
তোমার কথায় এ হৃদয়পটে কবিতা করে রুপ ধারণ
তুমিহীনা আমি ব্যর্থ, ব্যর্থ আমার কবিতা
কোনভাবেই কিছুতেই কবিতা পায় না স্বকীয়তা।
তাই বোধ হয় আমি আর লেখতে পারবো না!!!
Tag :

Please Share This Post in Your Social Media


কবির উদাসীনতা

Update Time : ০১:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
আমি আর লেখবো না কবিতা
কি করে কেমনে লেখবো বলো?
এই আমার কবি মনের বহিঃপ্রকাশ
তোমার ছোঁয়ায় মানবিক বোধে অনন্য!
.
সহজ শব্দচয়ন অর্থবোধক বাক্য পেত সারল্য!!
আমার মনের মাধুরি মিশিয়ে কবিতা অন্তঃকরণ
এসবই ছিলো তোমার ভালবাসার ব্যকরণ।
.
আমার ভাবুকমন প্রকৃতির সৌন্দর্য ভীড়ে;
নিজেকে হারিয়ে মোড়কে মুড়িয়ে;
তোমায় প্রকাশ করে সত্তা
কবিতা আর তুমি একই,সম্পুর্ণ আমার নিজস্বতা।
.
লেখনীতে স্বপ্ন তোমায় নিয়ে
কাব্য ফুটতো তোমাতে মুগ্ধতা ঘিরে
তুমি চলে গেলে!
চলে গেলে আমায় ফেলে!!
.
তুমিহীনা কবিতায় কার স্বপ্নচয়ন করবো?
কিসের মুগ্ধতায় কবিতা লিখবো?
কাকে নিয়ে ভাববো, কার পানে চেয়ে থাকবো?
আমার যে অন্য কোন পথ জানা নেই আমি যে নিরুপায়।
.
আমি রবীন্দ্রনাথ কিংবা জীবনানন্দ দাস নই ;
রবীন্দ্রনাথের হৈমন্তী অথবা জীবনানন্দের বনলতা সেন
আমার তুমি চন্দ্রচক্ষু লক্ষ্মী পেঁচা ভালবাসা অঢেল।
.
তুমিই আমার স্বপ্ন,
তুমিই আমার বাচার শিহরণ
তুমিই ভেতর, তুমিই বাহির
তুমিই আমার অন্তর কবিত্বকলার জাগরণ।
.
তোমার কথায় এ হৃদয়পটে কবিতা করে রুপ ধারণ
তুমিহীনা আমি ব্যর্থ, ব্যর্থ আমার কবিতা
কোনভাবেই কিছুতেই কবিতা পায় না স্বকীয়তা।
তাই বোধ হয় আমি আর লেখতে পারবো না!!!