চাঁদপুরে করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের গণসচেতনামূলক প্রচারণা
- Update Time : ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / 207
চাঁদপুর প্রতিনিধিঃ
জেলা প্রশাসক মাজেদুর রহমানের নির্দেশনায় আজ চাঁদপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডে একযোগে করোনা প্রতিরোধে গণসচেতনামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
.
বৃহস্পতিবার(১৮ জুন) বিকেল ৪টা থেকেন ৬:৩০ টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা এ প্রচারণা চলে।
.
এতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ও তার মোবাইল কোর্ট, জেলা প্রশাসনের ৮০ জন ভলান্টিয়ার, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পুলিশ সদস্যবৃন্দ, ব্যাটালিয়ান আনসার সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
.
এই প্রচারণার ফলে আজ বিকেল ৪ টার মধ্যে শহরের দোকান পাট (ফার্মেসী ও কাঁচাবাজার ব্যতীত) সব নিয়ম মেনে সবাই বন্ধ করে দেন ব্যবসায়ীগণ। এর মধ্যেও ৫ জন ব্যবসায়ী আইন অমান্য করায় তাদেরকে ৫০০০/ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়।
.
.
প্রচারণাকালীন পথচারীদের মাঝে ৩০০ মাস্ক বিতরণ করা হয়। আজকের এই গণ সচেতনামূলক অভিযানে অংশগ্রহণকারী সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
.
Tag :