করোনা ভাইরাস প্রতিরোধে হাটহাজারী উপজেলা চষে বেড়াচ্ছেন ইউএনও
- Update Time : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / 183
নিজস্ব প্রতিনিধিঃ
চট্রগ্রামের হাটহাজারীতে করোনাভাইরাসের কারণে চারদিকে যখন প্রত্যেককেই নিজের নিরাপত্তা নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এর ব্যতিক্রম হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রুহুল আমিন।
.
হাটহাজারীতে যাতে করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে সেজন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে মাঠ পর্যায়ে প্রশাসন ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তিনি।
.
বিডিসমাচারের সঙ্গে একান্ত সাক্ষাতকারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, করোনা সম্পর্কে মানুষকে বুঝিয়ে বলতে বলতে মনে হচ্ছে মুখের ভাষাই শেষ। আর কতো বা কিভাবে বুঝিয়ে বললে মানুষের বোধোদয় হবে। চারদিকে কোনো না কোনোভাবে ভাইরাস ছড়িয়ে পড়ছেই।আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি।
.
.
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সাথে বিডিসমাচার এর সংক্ষিপ্ত সাক্ষাতকার।
.
বিডিসমাচারঃ কেমন আছেন?
ইউএনওঃ আলহামদুলিল্লাহ্ ভালো আছি।
বিডিসমাচারঃ আপনাদের এলাকার করোনা পরিস্থিতির সম্পর্কে জানতে চাই!আক্রান্ত এবং সুস্থ্য কতজন?
ইউএনওঃ এখন পর্যন্ত মোট সনাক্ত -১৪৫ জন। এদের মাঝে সুস্থ হয়েছেন- ১৯ জন।
মৃত্যুবরণ করেছেন- ৪ জন।
বিডিসমাচারঃ আপনার এলাকায় করোনা সচেতনতায় কি কি উদ্যোগ নেয়া হয়েছে?
ইউএনওঃ শুরু থেকেই সকাল অবধি প্রচারণা ভ্রাম্যমাণ আদালত, বাজার খোলা মাঠে নেয়া,জরিমানা, দোকান বন্ধ করে দেয়া,আড্ডা বন্ধ করা,চায়ের দোকান বন্ধ করা হয়েছে। সামাজিক দুরত্বের হাটহাজারী মডেল সৃষ্টি করা যেটা সারাদেশে এখন অনুসরণ করছে।
বিডিসমাচারঃ স্বাস্থ্য সেবা সম্পর্কে জানতে চাই কিভাবে পরিচালনা করছেন?
ইউএনওঃ স্বাস্থ্য সেবা প্রতিদিন গড় ৫০+ নমুন সংগ্রহ হচ্ছে,১০ টা বেড আছে,প্রয়োজনীয় ঔষধ মজুদ আছে,অক্সিজেন সিলিন্ডার আছে।
.
বিডিসমাচারঃ প্রশাসন,পুলিশ ও সেনাবাহিনীর ভুমিকা কি?
ইউএনওঃ রোগীদের বাড়ি লক ডাউন আছে, তাদেরকে প্রশাসনের সহায়তা অব্যাহত আছে।
দরিদ্র হলে বাসায় ১৫ দিনের খাবার আছে,ঔষধ চাইলে বাসায় পৌঁছে দেয়া হচ্ছে,একটা এম্বুলেন্স দিয়ে সাধ্যমতো সাপোর্ট দেয়া হচ্ছে।
বিডিসমাচারঃ প্রবাসীদের কি কি সহায়তা করছেন?
ইউএনওঃ হ্যাঁ করছে।
বিডিসমাচারঃ করোনা রোগীদের কি কি সহায়তা দিচ্ছেন?
ইউএনওঃ এ পর্যন্ত সরকারি ত্রান পেয়েছে ১৬০০০ এর বেশি মানুষ।
বিডিসমাচারঃ সামাজিকভাবে তারা কি কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন?
ইউএনওঃ করোনা রোগীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও তা দূর করার জন্য আমাদের সহয়তা তাদের জন্য সবসময় ছিল। আমাদের এ সহযোগীতা অব্যাহত থাকবে।
বিডিসমাচারঃ সরকারি ও ব্যক্তিগত ত্রাণ বিতরণ কিভাবে করছেন এবং এ পর্যন্ত কতজন ত্রাণ সহায়তা পেলো?
ইউএনওঃ উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধির স্বমনয়ে সরকারি ভাবে ১৬ হাজারের বেশি মানুষ সহয়তা পেয়েছে এবং বেসরকারি ভাবে প্রায় দেড় লাখ মানুষকে সহয়তা করা হয়েছে।
বিডিসমাচারঃ আপনার এলাকার মানুষের জন্য এই মুহুর্তে কি বার্তা থাকবে?
ইউএনওঃ সাধারণত জনগণের প্রতি আহবান থাকবে আপনারা সাস্থ্যবিধি মানুন ঘরে থাকুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নিজের বাড়ির চারপাশ পরিস্কার রাখুন।
বিডিসমাচারঃ বিডিসমাচার কে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
ইউএনওঃ আপনাকেও ধন্যবাদ।
Tag :