এরমধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মধ্যরাতে ও সকালে মো. রাজ্জাক (৭০) ও লাকী (৩৪) নামের ২ জন মারা যান। তাদের দু’জনের বাড়ি সদর উপজেলার কল্যান্দী এলাকায়।
এদিকে, মঙ্গলবার রাতে করোনার উপসর্গ নিয়ে হাজীগঞ্জে উপজেলার হাটিলা ইউনিয়নের বলিয়া গ্রামের মজিবুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ ও হাজীগঞ্জ বাজারে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামের আরেকজন নিজ বাসায় মারা যান। উল্লেখিত ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদের বিশেষ ব্যবস্থায় দাফন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক টিম।
এছাড়া, সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পল্লী চিকিৎসক আবু তাহের ভূঁইয়া (৬০) মারা গেছেন বুধবার মধ্যরাতে। স্থানীয়রা জানান, তিনি করোনার উপসর্গে মারা গেছেন।
তবে স্বাস্থ্য বিভাগ বলছে, তারা উপসর্গের তথ্য পাননি। তাছাড়া সদর উপজেলায় নমুনা সংগ্রহ বন্ধ থাকায় তার নমুনাও সংগ্রহ করা যায়নি।