শহীদ আব্দুল্লাহ’র শোকাহত পরিবারকে সমবেদনা জানালেন অনিন্দ্য ইসলাম অমিত
- Update Time : ০৩:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / 16
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-
চীনে রাজনৈতিক সফর শেষে জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ বীর মো.আব্দুল্লাহ’র কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান-অনিন্দ্য ইসলাম অমিত। সোমবার (২৫ নভেম্বর/২০২৪) দুপুর ১২ টার দিকে বেনাপোল পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের বড়আচঁড়া গ্রামে শহীদ আব্দুল্লাহ’র কবর জিয়ারত শেষে তিনি শহীদ আব্দুল্লাহ’র শোকাহত পিতা-আব্দুল জব্বার ও মাতা-মারিয়া বেগম ও তার পরিবারের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
কবর জিয়ারত শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,”ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনে গণঅভ্যুত্থানে শহীদ বীর আব্দুল্লাহ’র আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) চিরকাল স্মরণ করবে। ২০২৪ সালে তরুণ সমাজ যেভাবে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, যে ভাষায় তারা কথা বলেছিল, তাদের যে সাহস সারা বিশ্বকে বিস্মিত করেছে, এটি নিয়ে যুগে যুগে গবেষণা হবে”।
তিনি আরও বলেন, “দেশ স্বাধীনের এত বছরেও আমরা গণতন্ত্র পাইনি। সাম্য ও ন্যায্যের জায়গায় দাঁড়াতে পারিনি, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন হয়নি। সেদিন আমরা দেশ গঠনের কাজে মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ত করতে পারিনি, এটি ছিল অন্যায়। ২০২৪ সালের যোদ্ধারা মুক্তিযুদ্ধের আদর্শের ধারক-বাহক। মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বিজয় এনেছে। এবার তাদের দেশ গঠনের কাজে লাগানোর ক্ষেত্রে ভুল হবে না”।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপি’র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতোপূর্বে ঘোষণা দিয়েছেন,তার(শহীদ আব্দুল্লাহ’র) পরিবারকে সর্বোতভাবে সহায়তা প্রদান করা হবে,এ ছাড়াও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রতি শহীদ পরিবারের জন্য ৩০ লাখ টাকা আর্থিক প্রদান করা হবে”।
কবর জিয়ারতে অংশ নেন-শহীদ আব্দুল্লাহ’র মামা ইসরাইল সরদার,ইদ্রিস আলী ইদু,ইয়াকুব আলী,একরামুল,ইব্রাহীম,হালিম সরদার,মুকুল হোসেন,আব্দুল জলিল,জহুরুল,আব্দুল আলীম,সাংবাদিক-আজিজুল হক,
মিলন খান, লোকমান হোসেন রাসেল,রিপন হোসেন,সিনিয়র যুগ্ম-আহবায়ক,শার্শা উপজেলা বিএনপি ও নাভারণ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি-আবুল হাসান জহির, যুবদল কেন্দ্রীয় কমিটি’র সাবেক সহ-সভাপতি-নুরুজ্জামান লিটন,
শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য-মো.আশরাফুল আলম বাবু,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি-মো.নাজিম উদ্দিন,সহ-সভাপতি-
মো.আতিকুজ্জামান সনি,সাধারণ সম্পাদক-
মো.আবু তাহের ভারত,শার্শা উপজেলা যুবদলের আহবায়ক-মোস্তাফিজ্জোহা সেলিম,যুগ্ম-আহবায়ক-
মো.শহিদুল ইসলাম শহীদ, শার্শা উপজেলা ছাত্রদল আহবায়ক-শরিফুল ইসলাম চয়ন,বেনাপোল পৌরছাত্র দল আহবায়ক-আরিফুল ইসলাম আরিফ,
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী সহ শ্রমিক নেতৃবৃন্দ, গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ৯নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ।
প্রসঙ্গত,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট/২০২৪ সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে গুলিবিদ্ধ হন আবদুল্লাহ।
মাথায় গুলিবিদ্ধ আবদুল্লাহ (২৩) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর সকাল ৮টার দিকে মারা যান। তিন ভাই ও এক বোনের মধ্যে আব্দুল্লাহ ছিলেন সকলের ছোট। তিনি ঢাকায় বোনের বাসায় থেকে লেখাপড়া করতেন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন আব্দুল্লাহ।
উল্লেখ্য,কবর জিয়ারতে দোয়া পরিচালনা করেন অনিন্দ্য ইসলাম অমিত।