রণক্ষেত্র সায়েন্সল্যাব, ঢাকা-সিটি কলেজের অন্তত ১৭ শিক্ষার্থী আহত
- Update Time : ০৫:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / 112
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে বুধবার দুপুর ৩টায় এই দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে তৈরি হয়েছে যানজট।
আহত শিক্ষার্থীরা হলেন, শাহরিয়ার(২১), নূর হোসেন (২৪), মোঃ তুষার (১৮)ও অনিম(২১)। বাকিদের নাম এখনও জানা যায়নি।
স্থানীয়রা বলছেন, বেশ কিছুদিন বন্ধ থাকার পর বুধবারই খুলেছে সিটি কলেজ। দুপুরের দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালানো হয়। এই ঘটনা নিয়ে পর বাগবিতণ্ডা শুরু হলে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়।
‘আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন। কাউকেই এখন মুল সড়কে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ পর পর শিক্ষার্থীরা বিভিন্ন গলি থেকে বের হয়ে সংঘর্ষে জড়াচ্ছেন।’
ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, দুপুরে শিক্ষা উপদেষ্টা কলেজে এসেছিলেন। তিনি ফেরার পর শিক্ষার্থীদের একটি বাস সিটি কলেজের শিক্ষার্থীরা আটকে দেয় এবং ভাংচুর করে। এরপরই মূলত সংঘর্ষ শুরু।
এ বিষয়ে সিটি কলেজের কোনো শিক্ষার্থীর সঙ্গে কথা বলা যায়নি।
ঘটনাস্থলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থলে সেনা সদস্যদেরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।