উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত: মির্জা ফখরুল

  • Update Time : ০১:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / 22

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত। যারা বিতর্কিত তাদের যেনো উপদেষ্টা বানানো না হয়।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ীর নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এত বড় একটা দেশ। এটি পরিচালনার জন্য ২৫, ৩০ অথবা ৪০ জন উপদেষ্টা থাকতে পারে। উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে কাকে নিয়োগ দেয়া হবে সেটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। এ ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য নেই।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে। অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নিবে।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে তাই আমাদের মাথার ওপর এখনো বিপদ আছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আরও একটা বিপর্যয় এফোর্ট করতে পারি না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা আগামী নির্বাচন নিয়ে। সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো রোড ম্যাপ দেয়নি। আমরা চাই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন।

Please Share This Post in Your Social Media


উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত: মির্জা ফখরুল

Update Time : ০১:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত। যারা বিতর্কিত তাদের যেনো উপদেষ্টা বানানো না হয়।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ীর নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এত বড় একটা দেশ। এটি পরিচালনার জন্য ২৫, ৩০ অথবা ৪০ জন উপদেষ্টা থাকতে পারে। উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে কাকে নিয়োগ দেয়া হবে সেটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। এ ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য নেই।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে। অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নিবে।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে তাই আমাদের মাথার ওপর এখনো বিপদ আছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আরও একটা বিপর্যয় এফোর্ট করতে পারি না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা আগামী নির্বাচন নিয়ে। সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো রোড ম্যাপ দেয়নি। আমরা চাই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন।