চাঁদপুরে চরমোনাই’র নমুনায় মাহফিল সফলতায় কৃতজ্ঞতা প্রকাশ
- Update Time : ১১:৫৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / 29
চাঁদপুরে চরমোনাই’র নমুনায় আয়োজিত তিন দিন ব্যাপী মাহফিল সফলতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে কমিটির সদস্য সচিব শেখ মোঃ জয়নাল আবদিন।
তিনি বলেন,চরমোনাই একটি আবেগ অনুভূতির নাম, যে নামের সাথে সম্পৃক্ত রয়েছে দেশ-বিদেশের লাখো কোটি ঈমানদার ও তৌহিদী জনতার সম্পর্ক। পথ ভুলা মানুষ খুঁজে পায় সঠিক পথের দিশা।
চাঁদপুরে চরমোনাই’র নমুনায় মাহফিল শুরু হয় ২০১৯ সালের ৯,১০,১১ ডিসেম্বর, দ্বিতীয় মাহফিলটি হয় ২০২১ সালের ১৫,১৬,১৭ জানুয়ারি। ২০২৪ সালে সদ্য সমাপ্ত হওয়া ৮,৯,১০ নভেম্বর এর মাহফিলটি ছিল আমাদের তৃতীয় মাহফিল।
৮ নভেম্বর নায়েবে আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই এর উদ্বোধনী বয়ান ও জুমার নামাজের মাধ্যমে শুরু হয়ে ১১ নভেম্বর’২৪ বাদ ফজর আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই এর বয়ান ও আখেরী মুনাজাতের মাধ্যমে সফল সমাপ্তি হলো।
সোমবার (১১ নভেম্বর) মাহফিল বাস্তবায়ন কমিটি প্রচার সচিব মাহবুব ইমরান মাসুম সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে শেখ জয়নাল আবদিন বলেন, দীর্ঘ প্রায় এক মাসের কষ্ট ক্লেশ আখেরী বয়ান এবং মুনাজাতে মাওলার দরবারে কান্না ভেঁজা রোনাজারীর মাধ্যমে সবকিছু ম্লান হয়ে গিয়েছে। ভবিষ্যৎ কর্মপ্ল্যান আরো মজবুত করার হাতছানি যুগিয়েছে। মাহফিলে আগত জনস্রোত আমাদেরকে আসান্বিত করেছে।
যাদের অক্লান্ত পরিশ্রমে বিশাল এ আয়োজনকে আল্লাহ সফল করার সুযোগ করে দিয়েছেন মহান মালিকের কাছে তাদের উত্তম প্রতিদান কামনা করছি। বিশেষ করে জেলা, উপজেলা মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীল, কর্মী, সদস্য, সমর্থক ও আপামর চাঁদপুরের তৌহিদি জনতা এবং আর্থিক,শারীরিক মানসিক ভাবে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জয়নাল আবদিন বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চাঁদপুরের সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর প্রশাসক, মডেল থানা অফিসার ইনচার্জ সহ প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা মাহফিলের সার্বিক খোঁজখবর রেখেছেন এবং তাদের সেবার হাত বাড়িয়ে দিয়ে মাহফিলকে সুশৃঙ্খল করার জন্য এবং সার্বিক নিরাপত্তাবিধানে সহযোগিতা করেছেন। ক্যাম্প স্বেচ্ছাসেবক মেডিকেল টিম সহ এখানে যারা ৩ দিন নিরলস ভাবে সময় দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধারাবাহিক ভাবে এই মাহফিলে আগত বুজুর্গ ওলামায়ে কেরাম যারা চাঁদপুরের এই জমিনে পদার্পণ করে আমাদেরকে ধন্য করেছেন এবং গুরুত্বপূর্ণ নসিহত চাঁদপুরবাসীকে উপহার দিয়েছেন।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এলাকাবাসীর প্রতি যারা প্রতিনিয়ত মাহফিলের প্যান্ডেল দেখাশোনা করেছেন এবং আমাদেরকে পরামর্শ দিয়ে উৎসাহিত করেছেন। আমরা জানতে পেরেছি মাহফিল এলাকার আশপাশের বিভিন্ন বাড়িতে বাড়ির লোকজন মিলে অসংখ্য মহিলা প্যান্ডেলের ব্যবস্থার মাধ্যমে আমাদের মা বোনদের কে কোরআন হাদিসের নসিহত শোনার জন্য সুন্দর নিরাপদ ব্যবস্থা করে দিয়েছেন আমি তাদেরকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই যেহেতু মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা পৃথক এখনো কোন মহিলা প্যান্ডেলের ব্যবস্থা করতে পারিনি।
সর্বোপরি এই মাহফিলে যারা এসেছেন মাহফিলকে সফলতার শীর্ষে নিয়ে গেছেন উপস্থিত হয়ে বয়ান শুনে তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং আমাদের আয়োজনে ত্রুটি বিচ্যুতির জন্য কমিটির পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতে মাহফিলকে আরো সুন্দর সুশৃঙ্খল এবং আরো ব্যাপক পরিসরে করার ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের এই রুহানি বাতিঘরকে জারি রাখার মত তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন।