সাউথইস্ট ব্যাংকের “ব্যবসায়িক পর্যালোচনা সভা” অনুষ্ঠিত

  • Update Time : ০২:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / 41

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি, এর ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৭ নভেম্বর) সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন সভায় সভাপতিত্ব করেন। প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, শাখা প্রধানগণ, ম্যানেজার অপারেশনগণ, উপশাখার ইনচার্জবৃন্দ এবং অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানগণ সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

উক্ত ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যাংকের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয়। সেই সাথে গ্রাহকের কষ্টার্জিত অর্থের নিরাপদ সংস্থান হিসাবে সাউথইস্ট ব্যাংক শতভাগ নিরাপদ ব্যাংক বলে অভিমত ব্যক্ত করা হয়। এই প্রবৃদ্ধির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আলোচনা করা হয়। সভায় আরও বলা হয় যে, সাউথইস্ট ব্যাংক সকলের জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ আর্থিক ব্যাংকিং পদ্ধতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় ব্যাংকের ঋণ পুনরুদ্ধার, ক্লাসিফাইড লোন হ্রাস এবং স্টাক-আপ ও রিটেন-অফ লোন রিকোভারির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় উল্লেখ করা হয়, উচ্চ নন পারফর্মিং লোনস (এনপিএলস) ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। সকল শাখার প্রধান এবং কর্মকর্তাদের প্রতি সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে ঋণ পুনরুদ্ধারে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। নিয়মিত ফলোআপ এবং গ্রাহকদের সাথে শক্তিশালী সম্পর্ক স্থাপন করে বছরের বাকি দিনগুলোতে লক্ষ্যমাত্রা ভিত্তিক পদক্ষেপ নেয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়।

ব্যাংকের চেয়ারম্যান এম.এ.কাশেম সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন এবং ব্যাংকের চলমান অগ্রগতি ও উন্নয়নে সকল কর্মকর্তার ভূমিকার প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন যে, প্রতিযোগিতাপূর্ণ ব্যাংকিং খাতে টিকে থাকতে সাউথইস্ট ব্যাংককে শক্তিশালী ও টেকসই ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি সাউথইস্ট ব্যাংককে একটি স্থিতিশীল ব্যাংক হিসেবে উল্লেখ করেন, যেখানে প্রতিটি কর্মীই এই প্রতিষ্ঠানের মেরুদন্ড। তিনি ব্যাংকের প্রত্যেক কর্মীকে সম্পদ এবং ব্যাংকের মুখপাত্র বা এম্বেসেডর হিসেবে উল্লেখ করেন এবং কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালন করার পাশাপাশি গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যাংকের ব্রান্ড ইমেজ ও মূল্যবোধকে সবার মাঝে ছড়িয়ে দেবে এই আশাবাদ ব্যক্ত করেন।

সভায়, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করা হয়। আলোচনা শেষে, ব্যাংকের অর্থিক স্থিতিশীলতা, গ্রাহকসেবা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং একটি মডেল ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


সাউথইস্ট ব্যাংকের “ব্যবসায়িক পর্যালোচনা সভা” অনুষ্ঠিত

Update Time : ০২:৪৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি, এর ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৭ নভেম্বর) সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন সভায় সভাপতিত্ব করেন। প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, শাখা প্রধানগণ, ম্যানেজার অপারেশনগণ, উপশাখার ইনচার্জবৃন্দ এবং অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানগণ সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

উক্ত ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যাংকের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয়। সেই সাথে গ্রাহকের কষ্টার্জিত অর্থের নিরাপদ সংস্থান হিসাবে সাউথইস্ট ব্যাংক শতভাগ নিরাপদ ব্যাংক বলে অভিমত ব্যক্ত করা হয়। এই প্রবৃদ্ধির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আলোচনা করা হয়। সভায় আরও বলা হয় যে, সাউথইস্ট ব্যাংক সকলের জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ আর্থিক ব্যাংকিং পদ্ধতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় ব্যাংকের ঋণ পুনরুদ্ধার, ক্লাসিফাইড লোন হ্রাস এবং স্টাক-আপ ও রিটেন-অফ লোন রিকোভারির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় উল্লেখ করা হয়, উচ্চ নন পারফর্মিং লোনস (এনপিএলস) ব্যাংকের আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। সকল শাখার প্রধান এবং কর্মকর্তাদের প্রতি সক্রিয় প্রচেষ্টার মাধ্যমে ঋণ পুনরুদ্ধারে কাজ করার জন্য আহ্বান জানানো হয়। নিয়মিত ফলোআপ এবং গ্রাহকদের সাথে শক্তিশালী সম্পর্ক স্থাপন করে বছরের বাকি দিনগুলোতে লক্ষ্যমাত্রা ভিত্তিক পদক্ষেপ নেয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়।

ব্যাংকের চেয়ারম্যান এম.এ.কাশেম সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন এবং ব্যাংকের চলমান অগ্রগতি ও উন্নয়নে সকল কর্মকর্তার ভূমিকার প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন যে, প্রতিযোগিতাপূর্ণ ব্যাংকিং খাতে টিকে থাকতে সাউথইস্ট ব্যাংককে শক্তিশালী ও টেকসই ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি সাউথইস্ট ব্যাংককে একটি স্থিতিশীল ব্যাংক হিসেবে উল্লেখ করেন, যেখানে প্রতিটি কর্মীই এই প্রতিষ্ঠানের মেরুদন্ড। তিনি ব্যাংকের প্রত্যেক কর্মীকে সম্পদ এবং ব্যাংকের মুখপাত্র বা এম্বেসেডর হিসেবে উল্লেখ করেন এবং কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালন করার পাশাপাশি গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ব্যাংকের ব্রান্ড ইমেজ ও মূল্যবোধকে সবার মাঝে ছড়িয়ে দেবে এই আশাবাদ ব্যক্ত করেন।

সভায়, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করা হয়। আলোচনা শেষে, ব্যাংকের অর্থিক স্থিতিশীলতা, গ্রাহকসেবা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং একটি মডেল ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।