চাঁদপুরে শুক্রবার থেকে শুরু হচ্ছে চরমোনাইর নমুনায় তিন দিনব্যাপী মাহফিল

স্টাফ রিপোর্টার
  • Update Time : ১০:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / 12

মাহফিল মাঠ

শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে শুরু হচ্ছে চরমোনাইর নমুনায় চাঁদপুরে সর্ববৃহৎ তিন দিনব্যাপী মাহফিল। এই মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শেষ হওয়ার পথে।
ধারণা করা হচ্ছে চাঁদপুরের সর্ববৃহৎ মাহফিল হবে এটি।

চাঁদপুর শহরের পুরান বাজার স্টার আল-কায়েদ জুট মিলস সংলগ্ন বালুর মাঠে আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর শুক্র, শনি ও রবিবার ৩ দিন ব্যাপী ঐতিহাসিক চরমোনাইর নমুনায় এই মাহফিলের আয়োজন করছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখা।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন মাহফিলের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে জানান, ‌‌‌‍‍‍‌‌‌‌‌‍‌‌‍‍‍’মাহফিলে আগত মুসল্লীদের মাহফিল শোনার সুবিধার্থে ইতিমধ্যে মাঠে প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে। বৃহৎ পরিসরে অযু-গোসল ও খাওয়ার জন্য বিশুদ্ধ পানির পাম্প বসানো সম্পন্ন হয়েছে। ব্যাপক জনসমাগমের কথা বিবেচনায় পর্যাপ্ত অজুখানা, টয়লেট ও বাথরুম নির্মান করা হয়েছে। প্রতিদিন প্রায় একশ সেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে।‌’

মাহফিল মাঠে আগত মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক বিষয়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিজস্ব স্বেচ্ছাসেবক নিরাপত্তা টিম সহ পুলিশ কন্ট্রোল রুম, হারানো ক্যাম্প, এম্বুলেন্স সুবিধা সহ প্রাথমিক চিকিৎসা সেবা মেডিক্যাল ক্যাম্প, নিরাপত্তা ক্যাম্প (প্রশাসনিক ও সেচ্ছাসেবী)। রয়েছে প্রায় ৩ শতাধিক সেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মী। মাহফিলে আগত দেশবরেণ্য ওলামা মাশায়েখের জন্য নির্মাণ করা হয়েছে বিশ্রামাগার ও বিশাল আকারের মেহমানখানা। মুসল্লীদের সার্বিক সুবিধার্থে ১ লক্ষ বর্গফুটের বিশাল পেন্ডেলসহ থাকছে শতাধিক সাউন্ড সিস্টেম। নিরাপত্তার জন্য থাকছে সিসি টিভির বেস্টনীসহ আধুনিক সকল ব্যবস্থাপনা।

মাহফিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, ৮ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের মাহফিলের কার্যক্রম শুরু হবে। জুমার নামাজের পর উদ্ভোধনী বয়ান করবেন নায়েবে আমিরুল মুজাহিদীন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

দ্বিতীয় দিন মাহফিলে আসবেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এরপর তিনি মাহফিলের শেষ দিন দুপুরে চাঁদপুরের ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। পরে ১১ নভেম্বর সোমবার সকালে আখেরী বয়ান ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করা হবে।

মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নুরুল আমিন সাহেব জানান, বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকাল থেকেই জেলার প্রতিটি এলাকা থেকে কাফেলাবদ্ধ সাধারণ মুসল্লিদের আগমনের ব্যাপকতা ঘটবে।

মাহফিলে ব্যাপক মুসল্লী উপস্থিতির কথা বিবেচনা করেই সকল ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মাহফিল কর্তৃপক্ষ। মাহফিলকে ঘিরে চলছে জেলার সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও রেকর্ডেড পাবলিসিটি ।

৩ দিন ব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় শতাধিক দেশবরেণ্য ওলামা মাশায়েখ উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।

মাহফিল সফলতার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, আইএবি ও সকল সহযোগী সংগঠনের জেলা শহর এবং স্থানীয় দায়িত্বশীল, কর্মী, সদস্যবর্গ ও স্থানীয় এলাকাবাসী।

শান্তিপূর্ণ এই মাহফিলে ইসলাম, দেশ ও মানবতাবাদী চাঁদপুরবাসী ও সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকতে বিশেষভাবে আহবান করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।

Please Share This Post in Your Social Media


চাঁদপুরে শুক্রবার থেকে শুরু হচ্ছে চরমোনাইর নমুনায় তিন দিনব্যাপী মাহফিল

Update Time : ১০:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে শুরু হচ্ছে চরমোনাইর নমুনায় চাঁদপুরে সর্ববৃহৎ তিন দিনব্যাপী মাহফিল। এই মাহফিলকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শেষ হওয়ার পথে।
ধারণা করা হচ্ছে চাঁদপুরের সর্ববৃহৎ মাহফিল হবে এটি।

চাঁদপুর শহরের পুরান বাজার স্টার আল-কায়েদ জুট মিলস সংলগ্ন বালুর মাঠে আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর শুক্র, শনি ও রবিবার ৩ দিন ব্যাপী ঐতিহাসিক চরমোনাইর নমুনায় এই মাহফিলের আয়োজন করছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখা।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন মাহফিলের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে জানান, ‌‌‌‍‍‍‌‌‌‌‌‍‌‌‍‍‍’মাহফিলে আগত মুসল্লীদের মাহফিল শোনার সুবিধার্থে ইতিমধ্যে মাঠে প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে। বৃহৎ পরিসরে অযু-গোসল ও খাওয়ার জন্য বিশুদ্ধ পানির পাম্প বসানো সম্পন্ন হয়েছে। ব্যাপক জনসমাগমের কথা বিবেচনায় পর্যাপ্ত অজুখানা, টয়লেট ও বাথরুম নির্মান করা হয়েছে। প্রতিদিন প্রায় একশ সেচ্ছাসেবক কাজ করে যাচ্ছে।‌’

মাহফিল মাঠে আগত মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক বিষয়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিজস্ব স্বেচ্ছাসেবক নিরাপত্তা টিম সহ পুলিশ কন্ট্রোল রুম, হারানো ক্যাম্প, এম্বুলেন্স সুবিধা সহ প্রাথমিক চিকিৎসা সেবা মেডিক্যাল ক্যাম্প, নিরাপত্তা ক্যাম্প (প্রশাসনিক ও সেচ্ছাসেবী)। রয়েছে প্রায় ৩ শতাধিক সেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মী। মাহফিলে আগত দেশবরেণ্য ওলামা মাশায়েখের জন্য নির্মাণ করা হয়েছে বিশ্রামাগার ও বিশাল আকারের মেহমানখানা। মুসল্লীদের সার্বিক সুবিধার্থে ১ লক্ষ বর্গফুটের বিশাল পেন্ডেলসহ থাকছে শতাধিক সাউন্ড সিস্টেম। নিরাপত্তার জন্য থাকছে সিসি টিভির বেস্টনীসহ আধুনিক সকল ব্যবস্থাপনা।

মাহফিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, ৮ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজের মাহফিলের কার্যক্রম শুরু হবে। জুমার নামাজের পর উদ্ভোধনী বয়ান করবেন নায়েবে আমিরুল মুজাহিদীন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

দ্বিতীয় দিন মাহফিলে আসবেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। এরপর তিনি মাহফিলের শেষ দিন দুপুরে চাঁদপুরের ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। পরে ১১ নভেম্বর সোমবার সকালে আখেরী বয়ান ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করা হবে।

মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নুরুল আমিন সাহেব জানান, বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকাল থেকেই জেলার প্রতিটি এলাকা থেকে কাফেলাবদ্ধ সাধারণ মুসল্লিদের আগমনের ব্যাপকতা ঘটবে।

মাহফিলে ব্যাপক মুসল্লী উপস্থিতির কথা বিবেচনা করেই সকল ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মাহফিল কর্তৃপক্ষ। মাহফিলকে ঘিরে চলছে জেলার সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও রেকর্ডেড পাবলিসিটি ।

৩ দিন ব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় শতাধিক দেশবরেণ্য ওলামা মাশায়েখ উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।

মাহফিল সফলতার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি, আইএবি ও সকল সহযোগী সংগঠনের জেলা শহর এবং স্থানীয় দায়িত্বশীল, কর্মী, সদস্যবর্গ ও স্থানীয় এলাকাবাসী।

শান্তিপূর্ণ এই মাহফিলে ইসলাম, দেশ ও মানবতাবাদী চাঁদপুরবাসী ও সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকতে বিশেষভাবে আহবান করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।