নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন
- Update Time : ০৫:৫২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / 35
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিরার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিষদ চত্বরে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন।
২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, মসুর, মুগ, খেশারী, শীতকালীন পেঁয়াজ ও চীনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬০২৮ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।