যশোরে ১৬৯ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার-২
- Update Time : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / 36
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ-
যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার গোল চত্ত্বরের উত্তর পার্শ্বে হিমেল-সিমান্ত বাস কাউন্টার এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১৬৯ বোতল ফেন্সিডিল সহ মো.আনিছুর রহমান(৩৫) ও নুর আলম(১৯) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব- ৬ যশোর।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ফ্লা.লে.মো.রাসেল এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন-“এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।
“সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে”।
“এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ নভেম্বর ২০২৪ ইং তারিখ ভোর আনুমানিক ০৬.০৫ মিনিটের দিকে র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার গোল চত্ত্বরের উত্তর পার্শ্বে হিমেল-সিমান্ত বাস কাউন্টার এর সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে”।
“উক্ত সংবাদ প্রাপ্তির পর ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মাদক বিক্রেতা আসামী (১) মোঃ আনিছুল রহমান (৩৫), পিতা- মোঃ তসলিম, সাং- জিয়াবাড়ী, ইউপি- ০৪ নং বড় পলাশবাড়ী, (২) নুর আলম (১৯), পিতা- মোঃ নছির, সাং- দক্ষিন দুয়ারি, ইউপি- ০৪ নং বড় পলাশবাড়ী, উভয় থানা- বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও দ্বয়‘কে গ্রেফতার করে”।
“গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে তল্লাশীকালে তাদের দেখানো ও সনাক্ত মতে ১নং ও ২নং আসামীদ্বয়ের হাতে থাকা ০২ (দুই) টি ট্রাভেল ব্যাগের মধ্য হতে মোট ১৬৯ (একশত উনসত্তর) বোতল ফেনসিডিল ও ০২ (দুই) টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৫,০৭,০০০/- (পাঁচ লক্ষ সাত হাজার টাকা মাত্র)”।
“আসামীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার মাদক বিক্রেতা। তারা বেনাপোল সীমান্ত হতে ফেনসিডিল নিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করার উদ্দেশ্যে উক্ত মাদকদ্রব্য ফেনসিডিল নিজ দখলে রেখেছিল। তারা পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে বলেও জানা যায়”।
আসামীদ্বয়ের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।