সমাজসেবায় জাতীয় পুরস্কার পেলেন কক্সবাজারের আবছার
- Update Time : ১০:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / 50
এরফান হোছাইন, চট্টগ্রাম ব্যুরো :
মানুষের কল্যাণে নীরবে কাজ করে যাওয়া সমাজসেবায় অবদানের জন্য জাতীয় পর্যায়ে ২য় শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কারে ভূষিত হলেন কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন সায়মুন সংসদ এর কেন্দ্রীয় সভাপতি নুরুল আবছার সিকদার।
আজ শুক্রবার ( ১ সেপ্টেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি মানবকল্যাণমূলকানবকল্যাণমূলক বহুমুখী কার্যক্রমের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় পুরস্কার কমিটি কর্তৃক সারাদেশে জাতীয় পর্যায়ে মোট ০৩টি পুরস্কার প্রাপ্তদের মধ্যে ০২জন পুরুষ ০১জন নারীর মধ্যে তিনি ২য় তম শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সম্মাননা ক্রেস্ট,প্রাইজমানি ও সনদ তুলে দেন এবং বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম,সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো:রেজাউল মাকছুদ জাহেদী। নুরুল আবছার সিকদার কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার রাজপথের আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।