দেশে বিনিয়োগ থাকা ১৭০ প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করেছেন সুইডেনের রাষ্ট্রদূত

  • Update Time : ১০:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • / 16

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান-এর সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সাক্ষাত করেন।

সাক্ষাতকালে সুইডেনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে ১৭০টি সুইডিশ প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। এসকল প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতার জন্য তিনি শিল্প উপদেষ্টা মহোদয়ের সহায়তা কামনা করেন।

তিনি আরো জানান, সুইডেনের সরকার বাংলাদেশে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি করছে। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন ও এসএমসিআইএফ কে সম্পৃক্ত করা যায়।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সুইডেনকে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, আইসিটি এবং কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়নে কারিগরি সহযোগিতা প্রদানের অনুরোধ করেন।

এসময় শিল্প উপদেষ্টা সুইডেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতকালে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


দেশে বিনিয়োগ থাকা ১৭০ প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করেছেন সুইডেনের রাষ্ট্রদূত

Update Time : ১০:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান-এর সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সাক্ষাত করেন।

সাক্ষাতকালে সুইডেনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে ১৭০টি সুইডিশ প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে। এসকল প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতার জন্য তিনি শিল্প উপদেষ্টা মহোদয়ের সহায়তা কামনা করেন।

তিনি আরো জানান, সুইডেনের সরকার বাংলাদেশে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি করছে। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন ও এসএমসিআইএফ কে সম্পৃক্ত করা যায়।

অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সুইডেনকে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, আইসিটি এবং কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়নে কারিগরি সহযোগিতা প্রদানের অনুরোধ করেন।

এসময় শিল্প উপদেষ্টা সুইডেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতকালে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।