‘জেড ক্যাটাগরি’ নিয়ে নতুন সিদ্ধান্ত বিএসইসির
- Update Time : ০৬:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
- / 28
‘জেড ক্যাটাগরি’তে স্থানান্তরিত যেসকল কোম্পানি অনুমোদিত লভ্যাংশের নূন্যতম ৮০ শতাংশ বিতরণ নিশ্চিত করেছে সেসব কোম্পানিকে প্রযোজ্য ক্যাটাগরিতে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। রোববার (২০ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র আরও জানায়, ‘জেড ক্যাটাগরি’ থেকে প্রযোজ্য ক্যাটাগরিতে পরিবর্তন করার জন্য স্টক এক্সচেঞ্জ সমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
অন্যদিকে, সভায় কমিশন কর্তৃক নিবন্ধিত বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের নামে ‘পিএলসি’ যুক্ত করার জন্য নাম পরিবর্তন জনিত কোন ধরণের ফি আদায় না করার সিদ্ধান্ত গৃহীত হয়।