জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

  • Update Time : ০৭:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / 16

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আজ ০৯ অক্টোবর ২০২৪ তারিখে বিকেল ০৫টায় জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সদস্যগণের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। মতবিনিময়কালে প্রতিনিধিদল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা বিষয়ক সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন।

জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আবহমানকাল থেকেই এদেশে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা আমাদের সম্প্রীতির ভিত্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সকল ধর্ম ও বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, সৌহার্দ্যের বন্ধন ও আস্থার সম্পর্ক অটুট রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে৷ এ লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন গুরুত্ব দিয়ে সাথে কাজ করে আসছে।

কমিশনের মাননীয় চেয়ারম্যান আরো বলেন, ‘শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজার পুরো সময় জুড়ে আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা প্রতিরোধে আমরা সরকারের সকল গুরুত্বপূর্ণ বিভাগে যোগাযোগ রেখেছি। আমরা প্রত্যাশা করি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার সমুন্নত ও সুরক্ষিত থাকবে।

জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ,কমিশনের মাননীয় সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা,সচিব সেবাষ্টিন রেমা এবং প্রতিনিধি দলের সদস্যবৃন্দ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা মণ্ডপ এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন করেন এ সময় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

Update Time : ০৭:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আজ ০৯ অক্টোবর ২০২৪ তারিখে বিকেল ০৫টায় জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সদস্যগণের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। মতবিনিময়কালে প্রতিনিধিদল সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা বিষয়ক সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন।

জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আবহমানকাল থেকেই এদেশে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা আমাদের সম্প্রীতির ভিত্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সকল ধর্ম ও বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান, সৌহার্দ্যের বন্ধন ও আস্থার সম্পর্ক অটুট রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে৷ এ লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন গুরুত্ব দিয়ে সাথে কাজ করে আসছে।

কমিশনের মাননীয় চেয়ারম্যান আরো বলেন, ‘শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজার পুরো সময় জুড়ে আমরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা প্রতিরোধে আমরা সরকারের সকল গুরুত্বপূর্ণ বিভাগে যোগাযোগ রেখেছি। আমরা প্রত্যাশা করি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মানবাধিকার সমুন্নত ও সুরক্ষিত থাকবে।

জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড.কামাল উদ্দিন আহমেদ,কমিশনের মাননীয় সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা,সচিব সেবাষ্টিন রেমা এবং প্রতিনিধি দলের সদস্যবৃন্দ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা মণ্ডপ এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন করেন এ সময় কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।