ছাত্রলীগ নেতার কারখানা থেকে কোটি টাকার অবৈধ পলিথিন জব্দ

  • Update Time : ০৩:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / 32

এরফান হোছাইন:

পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে কক্সবাজার সদরে র্যাবের অভিযানে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে কারখানার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম সাইফ।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কক্সবাজার সদর থানাধীন টেকপাড়া মাঝিরঘাট এলাকায় অভিযান চালায়।

এ সময় কক্সবাজার সদর থানাধীন পৌরসভার বড় বাজারস্থ H.J এন্টারপ্রাইজের একটি গোডাউন থেকে ব্যাপক পরিমাণে অবৈধ পলিথিন জব্দ করা হয়।

পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন, বিক্রয় ইত্যাদির অপরাধের দায়েপরে ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে কারখানার মালিক ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত পলিথিনগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্লাস্টিকের বস্তু তৈরি করা হতো যা পরিবেশের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। তারা আরও জানান, অবৈধ পলিথিন উৎপাদন ও ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। র্যাব এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন বলেন, নিষিদ্ধ পলিথিন জব্দের খবরে পরিবেশ অধিদপ্তরের টিম ঘটনাস্থলে যায়। এসময় জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নিয়ে যাওয়া হয়।

এদিকে, স্থানীয়রা র্যাবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, অবৈধ পলিথিনের কারণে পরিবেশ দূষিত হচ্ছিল। র্যাবের এ অভিযানের ফলে পরিবেশ রক্ষায় সহায়তা পাবে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ পলিথিন মাটি ও পানি দূষিত করে এবং প্রাণিকুলের জন্যও ক্ষতিকর। বাংলাদেশে অবৈধ পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা হলেও এখনও অনেক এলাকায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

Please Share This Post in Your Social Media


ছাত্রলীগ নেতার কারখানা থেকে কোটি টাকার অবৈধ পলিথিন জব্দ

Update Time : ০৩:২৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

এরফান হোছাইন:

পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে কক্সবাজার সদরে র্যাবের অভিযানে ৫৩০ বস্তা পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে কারখানার মালিককে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম সাইফ।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল কক্সবাজার সদর থানাধীন টেকপাড়া মাঝিরঘাট এলাকায় অভিযান চালায়।

এ সময় কক্সবাজার সদর থানাধীন পৌরসভার বড় বাজারস্থ H.J এন্টারপ্রাইজের একটি গোডাউন থেকে ব্যাপক পরিমাণে অবৈধ পলিথিন জব্দ করা হয়।

পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন, বিক্রয় ইত্যাদির অপরাধের দায়েপরে ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে কারখানার মালিক ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত পলিথিনগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্লাস্টিকের বস্তু তৈরি করা হতো যা পরিবেশের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। তারা আরও জানান, অবৈধ পলিথিন উৎপাদন ও ব্যবহার পরিবেশের জন্য মারাত্মক হুমকি। র্যাব এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন বলেন, নিষিদ্ধ পলিথিন জব্দের খবরে পরিবেশ অধিদপ্তরের টিম ঘটনাস্থলে যায়। এসময় জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নিয়ে যাওয়া হয়।

এদিকে, স্থানীয়রা র্যাবের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, অবৈধ পলিথিনের কারণে পরিবেশ দূষিত হচ্ছিল। র্যাবের এ অভিযানের ফলে পরিবেশ রক্ষায় সহায়তা পাবে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ পলিথিন মাটি ও পানি দূষিত করে এবং প্রাণিকুলের জন্যও ক্ষতিকর। বাংলাদেশে অবৈধ পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা হলেও এখনও অনেক এলাকায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।