বৈষম্যবিরোধী আন্দোলনে মতলব উত্তরের নিহতদের পরিবারের খোঁজ খবর নিলেন ইউএনও
- Update Time : ০৮:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / 18
মতলব প্রতিনিধি:
ছাত্র -জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে মতলব উত্তর উপজেলার নিহতদের পরিবার পরিজনদের খোঁজ খবর নিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ মঙ্গলবার মতলব উত্তরের সকল নিহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন ও শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। ইউএনও শোকাহত পরিবারের মধ্যে আর্থিক সহযোগিতা সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। নিহতরা হলেন, ১) সুলতানাবাদ ইউনিয়নের আমুয়া কান্দি গ্রামের গোলাম মোস্তফার মেয়ে নাঈমা সুতানা (১৫), ২) ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের বারহাতিয়া গ্রামের সবুজ বেপারীর ছেলে মোঃ পারভেজ বেপারী (২৩), ৩) ফতেপুর পূর্ব ইউনিয়নের মধ্যে ঠেটালীয়া গ্রামের মোঃ শাহ আলম বেপারীর ছেলে মোঃ দ্বীন ইসলাম (২২), ৪) সাদুল্লাপুর ইউনিয়নের মুক্তির কান্দি গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সোহেল (২৪), ৫) ফরাজী কান্দি ইউনিয়নের শেখ নগর ভেদুরীয়া বাজারের মোঃ ছিদ্দিকুর রহমানের ছেলে আলাউদ্দিন (৩৬), ৬) একলাশপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের মনজিল খানের ছেলে মোঃ সুজন খান (২৯) ও ৭) গজরা ইউনিয়নের টরকী এওয়াজ গ্রামের রজ্জব আলী বেপারীর ছেলে আরিফ বেপারী (২৯)। ইউএনও একি মিত্র চাকমা ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের বারহাতিয়া ও ঠেটালীয়া গ্রামে নিহতদের পরিবার পরিজনদের খোঁজ খবর নেয়ার সময় উপস্থিত ছিলেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, ইউপি সচিব দেওয়ান আব্দুল ওহাব, ইউপি সদস্য কাজী মোস্তাক, জসিম উদ্দিন চৌধুরী, গন্যমান্য ব্যাক্তি শাজাহান সরকার, মারুফ সরকার প্রমূখ।