বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা

  • Update Time : ০৬:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • / 27

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব কথা জানান তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি।…আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।

ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দায়িত্বের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। প্রধান উপদেষ্টাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ কামনা জানানোর বিষয় তিনি উল্লেখ করেছেন এবং আগামী দিনগুলোতে দুদেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার আলোকে অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে ভারত সরকারের কাজ করার আগ্রহের কথা তুলে ধরেন।

Tag :

Please Share This Post in Your Social Media


বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা

Update Time : ০৬:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব কথা জানান তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি।…আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।

ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দায়িত্বের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। প্রধান উপদেষ্টাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ কামনা জানানোর বিষয় তিনি উল্লেখ করেছেন এবং আগামী দিনগুলোতে দুদেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার আলোকে অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে ভারত সরকারের কাজ করার আগ্রহের কথা তুলে ধরেন।