রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ২৪

  • Update Time : ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • / 38

রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও পল্টন এলাকা থেকে অন্তত ২৪ জনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি চলাকালে তাদের আটক করা হয়।

মিরপুর থানার ওসি মুন্সী সাব্বির আহমেদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় বিক্ষোভের সময় ১০ জনকে আটক করা হয়।

এদিকে একই সময়ে পল্টন মোড়ে বিক্ষোভের সময় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ-সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক ও রাফিসহ চারজনকে আটক করে পুলিশ।

অপর ঘটনায় দুপুরে ধানমন্ডির স্টার কাবাবের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। সেখান থেকে পুলিশ ১০ জনকে আটক করে।

এ ছাড়া মিরপুরের ইসিবি চত্বর এলাকায় বিক্ষোভের চেষ্টার সময় কয়েকজনকে আটক করা হয়। তবে কতজনকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media


রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ২৪

Update Time : ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪

রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও পল্টন এলাকা থেকে অন্তত ২৪ জনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি চলাকালে তাদের আটক করা হয়।

মিরপুর থানার ওসি মুন্সী সাব্বির আহমেদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় বিক্ষোভের সময় ১০ জনকে আটক করা হয়।

এদিকে একই সময়ে পল্টন মোড়ে বিক্ষোভের সময় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ-সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক ও রাফিসহ চারজনকে আটক করে পুলিশ।

অপর ঘটনায় দুপুরে ধানমন্ডির স্টার কাবাবের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। সেখান থেকে পুলিশ ১০ জনকে আটক করে।

এ ছাড়া মিরপুরের ইসিবি চত্বর এলাকায় বিক্ষোভের চেষ্টার সময় কয়েকজনকে আটক করা হয়। তবে কতজনকে আটক করা হয়েছে তা জানা যায়নি।