কুমিল্লায় সড়ক ও ট্রেন দুর্ঘটনায় নিহত ২

  • Update Time : ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • / 33

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।।

কুমিল্লায় পৃথক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ ২ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) লালমাই উপজেলায় দত্তপুর রেল লাইনের পাশে ও ভূচ্চি বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আহমেদ।

নিহতরা হলেন- কুমিল্লার লালমাই উপজেলার দক্ষিণ হাজতিয়া এলাকার মৃত আলেক হোসেনের ছেলে মোসলেম উদ্দিন (৬৫)। আরেকজন নাঙ্গলকোট উপজেলার বাগমারা দরবেশ বাড়ির মৃত নুরুল হকের ছেলে সুজন (১৮)।

পুলিশ জানায়, লালমাই ভূচ্চি বাজারের নিকটে বেপরোয়া শাহ আলী নামক বাসের ধাক্কায় সড়কে প্রান হারায় মোসলেম উদ্দিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সুজন নামের ওই কিশোর মানসিক প্রতিবন্ধী হওয়াই গত ৪ জুন বাড়ি থেকে বের হয়ে যায়। আজ লালমাই দত্তপুর এলাকার রেল লাইন পারাপারের সময় ট্রেন দূর্ঘটনায় নিহত হয়।

লালমাই থানার অফিসার ইনচার্জ মাহফুজ আহমেদ বলেন, সড়ক ও ট্রেন দুর্ঘটনার আইনে মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media


কুমিল্লায় সড়ক ও ট্রেন দুর্ঘটনায় নিহত ২

Update Time : ০৬:৩৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।।

কুমিল্লায় পৃথক এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ ২ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) লালমাই উপজেলায় দত্তপুর রেল লাইনের পাশে ও ভূচ্চি বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আহমেদ।

নিহতরা হলেন- কুমিল্লার লালমাই উপজেলার দক্ষিণ হাজতিয়া এলাকার মৃত আলেক হোসেনের ছেলে মোসলেম উদ্দিন (৬৫)। আরেকজন নাঙ্গলকোট উপজেলার বাগমারা দরবেশ বাড়ির মৃত নুরুল হকের ছেলে সুজন (১৮)।

পুলিশ জানায়, লালমাই ভূচ্চি বাজারের নিকটে বেপরোয়া শাহ আলী নামক বাসের ধাক্কায় সড়কে প্রান হারায় মোসলেম উদ্দিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সুজন নামের ওই কিশোর মানসিক প্রতিবন্ধী হওয়াই গত ৪ জুন বাড়ি থেকে বের হয়ে যায়। আজ লালমাই দত্তপুর এলাকার রেল লাইন পারাপারের সময় ট্রেন দূর্ঘটনায় নিহত হয়।

লালমাই থানার অফিসার ইনচার্জ মাহফুজ আহমেদ বলেন, সড়ক ও ট্রেন দুর্ঘটনার আইনে মামলার প্রস্তুতি চলছে।