নোবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • Update Time : ০৫:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / 44

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি

প্রায় ৭ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীর অংশগ্রহণে গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ(১০ মে) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষার সমাপ্তি ঘটে।এছাড়াও এই কেন্দ্রে গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের এবং ৩ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’এ’ ইউনিটে ৩৯৫৫ জন, ‘বি’ ইউনিটে ১৫৯৩ জন এবং ‘সি’ ইউনিটে ১৩০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় নোয়াখালী জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা নিয়োজিত ছিল। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতের পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পরিবহন সেবা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এছাড়াও ভর্তি পরীক্ষা দিতে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় খাবার পানি, শরবত ও খাবার স্যালাইন বিতরণ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো।বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ভর্তিপরীক্ষার শেষ দিন ১০ মে পরীক্ষা চলাকালীন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম কেন্দ্রসমূহ ঘুরে দেখেন। এ সময় নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সভাপতি এবং পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান, রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ জসীম উদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিয়া ইসলাম জুইনসহ নোবিপ্রবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, পরীক্ষা পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, জিএসটি গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষার আজ শেষ দিন। আগের দুই ইউনিটের ধারাবাহিকতায় আজও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের মতো নোয়াখালীতেও তীব্র তাপদাহ হ্রাস পাওয়ায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। পরীক্ষা কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পরিবহন সেবা প্রদান করা হয়েছে।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম তথ্য সেবা ও মেডিকেল টিমের সদস্যবৃন্দসহ ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, নোবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি নোয়াখালী জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, সাংবাদিকবৃন্দসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


নোবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

Update Time : ০৫:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি

প্রায় ৭ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থীর অংশগ্রহণে গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ(১০ মে) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষার সমাপ্তি ঘটে।এছাড়াও এই কেন্দ্রে গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের এবং ৩ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’এ’ ইউনিটে ৩৯৫৫ জন, ‘বি’ ইউনিটে ১৫৯৩ জন এবং ‘সি’ ইউনিটে ১৩০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় নোয়াখালী জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা নিয়োজিত ছিল। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতের পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পরিবহন সেবা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এছাড়াও ভর্তি পরীক্ষা দিতে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় খাবার পানি, শরবত ও খাবার স্যালাইন বিতরণ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো।বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ভর্তিপরীক্ষার শেষ দিন ১০ মে পরীক্ষা চলাকালীন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম কেন্দ্রসমূহ ঘুরে দেখেন। এ সময় নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সভাপতি এবং পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিসুজ্জামান, রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ জসীম উদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিয়া ইসলাম জুইনসহ নোবিপ্রবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, পরীক্ষা পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, জিএসটি গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষার আজ শেষ দিন। আগের দুই ইউনিটের ধারাবাহিকতায় আজও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের মতো নোয়াখালীতেও তীব্র তাপদাহ হ্রাস পাওয়ায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। পরীক্ষা কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পরিবহন সেবা প্রদান করা হয়েছে।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম তথ্য সেবা ও মেডিকেল টিমের সদস্যবৃন্দসহ ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ, নোবিপ্রবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি নোয়াখালী জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, সাংবাদিকবৃন্দসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।