চাঁদপুরে সালাতুল ইসতেসকার নামাজ আদায়
- Update Time : ০১:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
- / 74
চাঁদপুরে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে সালাতুল ইসতেসকার নামাজ পড়া হয়েছে।
শহরের চিশতিয়া জামে মসজিদ সম্মুখস্থ হাসান আলী সরকারি হাই স্কুল মাঠে সকাল ৯ টায় এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ওলামা মাশায়েখগনসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেয়।
নামাজ শেষে মহান আল্লাহ পাকের অনুগ্রহ কামনা করে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়েন।
নামাজে ইমামতী করেন শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী।
ওলামা মাশায়েখগন বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।