অসহায় ও ছিন্নমূল ৭০০ পরিবারের মাঝে সজল কুন্ডুর ঈদ উপহার সামগ্রী বিতরণ
- Update Time : ০৫:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / 126
নিজস্ব প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও ছিন্নমূল ৭০০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের মানবিক সাধারণ সম্পাদক সজল কুন্ডু।
রবিবার (৭এপ্রিল) সেগুনবাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন মানবিক ছাত্র নেতা সজল কুন্ডু।
এছাড়াও পহেলা রমজান থেকে শুরু করে পুরো রমজান মাস অসহায় ছিন্নমূল শতশত মানুষের মাঝে সাহরি বিতরণ করে আসছেন তিনি।
এসময় সজল কুন্ডু বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য। ধর্ম যার যার উৎসব সবার’ প্রধানমন্ত্রীর এই স্লোগান আজ দেশের সর্বমহলে প্রতিষ্ঠিত হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করছে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। আমাদের ভাতৃত্বের বন্ধন অটুট থাকবে সবসময়।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, সত্য, সুন্দর ও মানুষের মানবিক জনপদ গড়ে তুলতে বাংলাদেশে যে অংশ সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে সে অংশের নাম ছাত্রলীগ। যুগে যুগে কালে কালে সমাজের ছাত্রলীগের কর্মীরাই সকল অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা, লাঞ্চনার বিরুদ্ধে সবার আগে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। লড়াই করছে প্রাণপণ।
সজল কুন্ডু আরো বলেন, যে কোনো সংকটে বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে অনন্য অবদান। দুর্যোগ দুর্বিপাকে আমরা সবসময় ছাত্রলীগ মানবিক কাজে ছিলাম এবং সবসময় পাশে থাকবো।