দর হারানোর শীর্ষে ভ্যানগার্ড এএমএল রূপালী ফান্ড
- Update Time : ১০:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / 65
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫২টির বা ১২.৯৭ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ভ্যানগার্ড এএমএল রূপালী ফান্ডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে ভ্যানগার্ড এএমএল রূপালী ফান্ডের ক্লোজিং দর ছিল ৫.৭০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.২০ টাকা বা ৩.৫১ শতাংশ কমেছে। এর মাধ্যমে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সের টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বারাক্কা পতেঙ্গা পাওয়ার ২.৬৩ শতাংশ, এনভয় টেক্সটাইলের ২.৫৭ শতাংশ, এবি ব্যাংকে ফাস্টের ২.২২ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২.১৭ শতাংশ, বারাক্কা পাওয়ারের ১.৭৬ শতাংশ, জেএমআই হসপিটালের ১.৬৯ শতাংশ, ডেফোডিল কম্পিউটারের ১.৬৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১.৬৫ শতাংশ এবং রবি আজিয়াটার ১.৪৮ শতাংশ শেয়ার দর কমেছে।