রাজস্ব ফাঁকির ব্যর্থ চেষ্টা র্যাবের হাতে আটক -২
- Update Time : ০৬:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / 70
কক্সবাজার প্রতিনিধি :-
সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে পার্শ্ববর্তী দেশে অকটেন পাচারকালে দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল।
এ সময় ৪২টি ড্রামে মোট ১৮৯০ লিটার অকটেন উদ্ধার ও পাচার কাজে ব্যবহৃত দুটি ডাম্পার গাড়ি আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উখিয়া ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের আবু বক্কর সিদ্দিকের পুত্র আজিম উল্ল্যাহ (৩৫) ও কোটবাজার এলাকার মৃত রাজেন্দ্র বড়ুয়ার পুত্র দিপু বড়ুয়া (৩৫)।
২০ মার্চ (বুধবার) দিবাগত রাত ৩ টার সময় উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযানে পরিচালনা করা হয়।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ জানতে পারে যে, কতিপয় চোরাকারবারী দুটি ডাম্পার যোগে জ্বালানী তেল অকটেন উখিয়া থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে ইনানী দিয়ে সাগর পথে অবৈধভাবে পাচারের জন্য নিয়ে হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে গত মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় চেকপোস্টে তল্লাশী অভিযান পরিচালনা কালে পাচার কাজে ব্যবহৃত দুটি ডাম্পার গাড়ি যার নং- (চট্ট-মেট্রো-শ-১১-৩৭৪৯ এবং চট্ট-মেট্রো-শ-১১-২০৬৭) জব্দ, দুই পাচারকারী গ্রেফতারসহ ৪২টি ড্রামে সর্বমোট ১৮৯০ লিটার অকটেন উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারকৃত অকটেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২,৩৬,২৫০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত দুজনই জব্দকৃত ডাম্পার গাড়ি দুটির হেলপার এবং গাড়ি দুটির চালক র্যাবের চেকপোস্টের বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যায়।
উদ্ধারকৃত অকটেন ও পাচার কাজে ব্যবহৃত ডাম্পার গাড়ি দুটিসহ অকটেন পাচারের মূলহোতা, ডাম্পার গাড়ি দুটির চালক ও গ্রেফতারকৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা করার জন্য উখিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে বলা জানানো হয়।