দরপতনের শীর্ষে পিপলস লিজিং ও রবি
- Update Time : ০৯:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / 63
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ৩১৯ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১৯ মার্চ) পিপলস লিজিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ১০ শতাংশ এবং রবি আজিয়াটার আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩ টাকা বা ১০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানি ২ টি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটি আগের দিনের তুলনায় ৮ দশমিক ৭৫ শতাংশ কমেছে। ৮ দশমিক ৭২ শতাংশ কমায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
আজ দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- তমিজুদ্দিন টেক্সটাইল, গোল্ডেন সন, উসমানিয়া গ্লাস শিট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।