বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর মৃত্যুতে ইবি ছাত্রলীগের শোক
- Update Time : ০৯:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / 62
শাহিন রাজা, ইবি প্রতিনিধি: ।
ঝিনাইদহ-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। শনিবার (১৬ মার্চ) শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। এতে সংগঠনটি বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হাই এর রুহের মাগফিরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, আব্দুল হাই (৭২) শনিবার(১৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তিনি অসুস্থ হয়ে পড়লে গত ১৮ ফেব্রুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ডে নেওয়া হয়। আব্দুল হাই নিউমোনিয়া, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
তিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহে স্বাধীন বাংলার পতাকা প্রথম উত্তোলন করেন। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। নবম জাতীয় সংসদে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বরেন্য এই রাজনীতিবীদ।