ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা, প্রতিবাদে ইবিতে গণইফতার
- Update Time : ০৯:০০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / 91
শাহিন রাজা, ইবি প্রতিনিধি:
দেশের দুটি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি বন্ধের প্রতিবাদে গণইফতার কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। পবিত্র মাহে রমজানের ২য় দিনে বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় শিক্ষার্থীরা বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বারবার মুসলিম সংস্কৃতিতে হস্তক্ষেপ করা হচ্ছে। শাবিপ্রবিতে ইফতারির উপর নিষেধাজ্ঞা জারি করে মূলত ইসলামী সংস্কৃতির উপর বাধা প্রদান করা হয়েছে। ৯০ ভাগ মুসলমানের দেশে এটা কখনোই কাম্য নয়।
তারা আরো বলেন, এদেশের ইসলামী সংস্কৃতির উপর নিষেধাজ্ঞা সাধারণ মানুষ কোনভাবেই মেনে নিবে না। শাবিপ্রবি, নোবিপ্রবিতে ইফতার বন্ধের যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রতিবাদে ইবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই গণ ইফতার কর্মসূচি।
প্রসঙ্গত, গত রোববার (১০ মার্চ) প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনে নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি দেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরের দিন (১১মার্চ) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনও একই ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর প্রতিবাদে গতকাল বুধবার রোজার ১ম দিন থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে গণইফতার কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।